নিউটাউনে বেপরোয়া গতির বলি ২২ বছরের যুবক

প্রতীকী চিত্র

নিউটাউন থানার ঢালিপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম তুষার বৈদ্য, বয়স ২২। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঢালিপাড়া থেকে খ্রিষ্টপুরের মিশন বাজারের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন তুষার। সেই সময় দ্রুত গতিতে যাওয়া একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তাঁর বাইকের। সংঘর্ষের জেরে তুষার ছিটকে রাস্তায় পড়ে যান।

স্থানীয়দের বক্তব্য, পিছন থেকে আসা গাড়িটি ব্রেক কষলেও তুষার আর নিজেকে সামলাতে পারেননি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সামনে পড়ে যান তিনি। মাথায় গুরুতর চোট পান। সঙ্গে সঙ্গে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, রাতের শহরে বেপরোয়া গতি ও ওভারটেকই এই দুর্ঘটনার প্রধান কারণ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শহরে এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। মা উড়ালপুল, নিউটাউন, সল্টলেক, বিভিন্ন জায়গায় গতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও, অনেক সময়ই তা ব্যর্থ হয়। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নজরদারি বাড়ানো হয়েছে। সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রচারেও জোর দেওয়া হচ্ছে।