আজ ভারত সেবাশ্রম সঙ্ঘের সাংবাদিক বৈঠক

প্রতিনিধিত্বমূলক চিত্র

নিজস্ব প্রতিনিধি— আসন্ন গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি, পরিষেবা ও পরিকল্পনার বিস্তারিত রূপরেখা তুলে ধরতে আজ বুধবার সাংবাদিক বৈঠকের আয়োজন করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। আজ সকাল ১১টা থেকে কলকাতার বালিগঞ্জে অবস্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভারত সেবাশ্রম সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগর মেলায়। সেই বিপুল জনসমাগমের মধ্যে যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে স্নান ও পূজাপাঠ করতে পারেন, সে জন্য সঙ্ঘের পক্ষ থেকে নানা ধরনের মানবিক ও পরিষেবা মূলক উদ্যোগ নেওয়া হয়। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এই সাংবাদিক সম্মেলনে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সঙ্ঘের স্বাস্থ্য পরিষেবা, জল ও খাদ্য সহায়তা, আশ্রয় ব্যবস্থা, স্বেচ্ছাসেবক বাহিনীর ভূমিকা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

সঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে, পুণ্যার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এবছরের পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কীভাবে পরিষেবাগুলি বাস্তবায়িত করা হবে, সেই বিষয়েও সাংবাদিকদের সামনে স্পষ্ট ধারণা দেওয়া হবে। একই সঙ্গে গঙ্গাসাগর মেলায় দীর্ঘদিন ধরে ভারত সেবাশ্রম সঙ্ঘের ঐতিহ্যবাহী ভূমিকা ও মানবসেবার ধারাবাহিকতাও তুলে ধরা হবে এই বৈঠকে। সংগঠনের তরফে বলা হয়েছে, সংবাদমাধ্যমের সহযোগিতায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিষেবার বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আরও সহজ হবে।