• facebook
  • twitter
Sunday, 20 July, 2025

অয়নের জামিন আবেদন খারিজ

ইডি ও সিবিআই, উভয়ের হাতেই গ্রেপ্তার হন তিনি

অয়ন শীল। ফাইল চিত্র

বুধবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ইতিপূর্বে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন অয়ন। কিন্তু এই মামলায় জামিন না পাওয়ায় জেলেই থাকতে হচ্ছে অয়ন শীলকে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত শুরুর পর উঠে আসে প্রোমোটার অয়ন শীলের নাম। এরপর তাঁর বাড়িতে অভিযান চালায় ইডি। তল্লাশির সময় পুরসভার নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার হয় বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তারপর অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় অয়নকে। পরবর্তীতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়ায় তাঁর। ইডি ও সিবিআই, উভয়ের হাতেই গ্রেপ্তার হন তিনি। ইতিমধ্যেই দুটি মামলাতেই জামিন পেয়েছেন তিনি। তবে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলেই থাকতে হচ্ছিল তাঁকে। তাই জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হন অয়ন। এদিন সেই মামলার শুনানিতে সিবিআই জানায়, ‘তদন্ত এখনও শেষ হয়নি। পুরসভায় যারা পাশ করতে পারেনি তাঁদের চাকরি দেওয়ার ক্ষেত্রে ওর ভূমিকা রয়েছে। ১৭টি পুরসভা নিয়ে তদন্ত চলছে। অন্য পুরসভা নিয়েও তদন্ত চলছে। আরও ব্যক্তির যোগ থাকার সম্ভবনা আছে। এদিকে অয়নের আইনজীবী প্রশ্ন করেন, ‘সাউথ দমদম পুরসভা নিয়ে শুধু তদন্ত হয়েছে। চার্জশিট জমা পড়েছে। বাকি ১৬টি পুরসভা শেষ না হওয়া পর্যন্ত আটকে থাকতে হবে?’ এদিন এই মামলার সওয়াল-জবাব শেষে অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।