• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ধর্মতলার ধরনামঞ্চে শ্লীলতাহানির চেষ্টা, বিশিষ্টজনদের সামনেই মত্ত যুবকের দৌরাত্ম্য

প্রতিবাদে শামিল হয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার-সহ বিশিষ্টরা

আরজি করের নৃশংসতার প্রতিবাদে রবিবার রাতভর ধর্মতলায় ধরনায় বসেছিল নাগরিক সমাজ৷ এদিনের প্রতিবাদে শামিল হয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার-সহ বিশিষ্টরা৷ কিন্তু ছন্দপতন হয় রাত দশটা নাগাদ। আচমকা সেই ধরনামঞ্চে চড়াও হন এক মত্ত যুবক৷ অভিযোগ, আন্দোলনরত এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন ওই যুবক৷ ঘটনাস্থলেই আন্দোলনকারীরা অভিযুক্তকে ধরে ফেলেন৷ ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় ধর্মতলা চত্বরে৷

রবিবার ছুটির দিনে সমবেত মিছিলের ডাক দিয়েছিল নাগরিক সমাজ৷ মিছিল শুরু হয় দুপুর ৩টেয়। কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল৷ এরপরেই উদ্যোক্তারা সোমবার ভোর অবধি ধর্মতলায় অবস্থানে বসার কথা জানান৷ সেখানেই ধরনা অবস্থানে বসেন সকলে৷ রাতভর ধর্মতলার রাস্তায় ধরনায় শামিল হন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, শোভন গঙ্গোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা৷

অভিযোগ, রাত দশটা নাগাদ আচমকাই ধরনামঞ্চে ঢুকে আন্দোলনরত এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন এক মত্ত যুবক৷ আন্দোলনকারীরা অভিযুক্তকে আটক করেন৷ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে ওই যুবককে গ্রেপ্তার করে হেয়ার থানার পুলিশ৷ তবে কে ওই যুবক, কী উদ্দেশ্যে ধরনামঞ্চে এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷