বুধবার রাতে কলকাতার গড়ফা এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম দীপায়ন দাস (২৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় দু থেকে তিন বছর ধরে একের পর এক চাকরির পরীক্ষায় বসেছেন দীপায়ন। নিরলস পরিশ্রমের পরেও সাফল্য না আসায় হতাশা চেপে বসে। অন্য বন্ধুরা চাকরি পেয়ে গেলেও নিজে না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিল,সে কারণেই আত্মঘাতী হয়েছেন বলে অনুমান তেমনটাই। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশের।
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক হন দীপায়ন। টার্গেট ছিল সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করা। সরকারি চাকরির প্রশিক্ষণ কেন্দ্রেও ভর্তি হন। দিনরাত পড়াশোনার মধ্যেই ডুবে থাকতেন। মনস্থির করে নিয়েছিলেন, একটা সরকারি চাকরি জোটাতেই হবে।পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেল থেকে গড়ফার কে পি রায় লেনের বাড়িতে একই ছিলেন দীপায়ন। রাত আটটা নাগাদ বাবা দেবাশিস দাস বাড়ি ফিরে দেখেন ছেলের ঘরে দরজা বন্ধ। অনেকক্ষণ পরেও ছেলের সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি শুরু হয়। দরজা ভেঙে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় গড়ফা থানায়।
Advertisement
দীপায়নের পরিবারের সদস্যদের দাবি, একের পর এক পরীক্ষায় সফল না হওয়ার কারণে ভেঙে পড়েছিলেন ওই যুবক। বেশিরভাগ সময়েই চুপচাপ থাকতেন। তবে, ছেলে যে এমন কাণ্ড ঘটাবে তা মেনে নিতে পারছে না মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement



