সপ্তাহের শুরুতেই ফের দুর্ঘটনার সাক্ষী থাকল মা উড়ালপুল। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে এবং উল্টে যায়। এই দুর্ঘটনায় অন্তত দু’জন জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি সায়েন্স সিটির দিক থেকে মা উড়ালপুল ধরে আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এবং সজোরে ধাক্কা মারে গার্ডরেলে। মুহূর্তের মধ্যেই উল্টে যায় গাড়িটি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশ। কিন্তু তখন গাড়ির ভিতরে কাউকে পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, দুর্ঘটনার পর চালক সেখান থেকে পালিয়ে গিয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার দুর্ঘটনার সাক্ষী থেকেছে মা উড়ালপুল। চলতি বছরের এপ্রিল মাসেই বেপরোয়া বাইক থেকে পড়ে মৃত্যু হয় এক যুবকের। মাথায় হেলমেট না থাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ হারান তিনি।
তবে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে মার্চ মাসে। ডোমজুড় থেকে অ্যাপ বাইকে সল্টলেকে পরীক্ষা দিতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন এক তরুণী। বাইক উল্টে গিয়ে মা উড়ালপুল থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর জখম হন তরুণী এবং বাইকচালক, দু’জনেই। বাইকের সামনের অংশ সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। মা উড়ালপুলে ট্রাফিক নজরদারি আরও জোরদার করার দাবি তুলেছেন শহরবাসীর একাংশ।