• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রয়াত জারিন খান

জারিন খান শুধু সঞ্জয় খানের স্ত্রী হিসেবে নন, বরং খান পরিবারের অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন। বলিউড মহল তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে।

ফাইল চিত্র

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেতা সঞ্জয় খানের স্ত্রী এবং সুজান ও জায়েদ খানের মা জারিন খান। দীর্ঘ শারীরিক অসুস্থতার পর শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বলিউডের একাধিক তারকা।

জানা গিয়েছে, জারিন খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার তিনি অসুস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

Advertisement

জারিন খান শুধু সঞ্জয় খানের স্ত্রী হিসেবে নন, বরং খান পরিবারের অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন। বলিউড মহল তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। সুজান খানের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এই কঠিন সময়ে পরিবারকে ঘিরে রয়েছেন আত্মীয়–বন্ধুরা। ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান ব্যক্তিরা জারিনকে স্মরণ করেছেন একজন উদার, স্নেহশীল ও পরিবারকেন্দ্রিক মানুষ হিসেবে।

Advertisement

উল্লেখ্য, অভিনেতা সঞ্জয় খানের সঙ্গে জারিনের বিয়ে হয় ১৯৬৬ সালে। পেশা সূত্রে তিনি একজন অন্দরসজ্জা শিল্পী ছিলেন। তিনি একসময় হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন। দেব আনন্দের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন জরিন। ‘তেরে ঘর কে সামনে’ তাঁর অভিনীত অন্যতম একটি ছবি।

Advertisement