• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে চুরি ৩ কোটির মোবাইল ফোন

দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে ৩ কোটি টাকার মোবাইল ফোন চুরি হয়েছে। খালি কন্টেনার পাওয়া গেলেও চালক মোবাইল চুরি করে পালিয়ে গিয়েছে।

দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে ৩ কোটি টাকার মোবাইল ফোন চুরি হয়েছে। খালি কন্টেনার পাওয়া গেলেও চালক মোবাইল চুরি করে পালিয়ে গিয়েছে। পুলিশ মামলা দায়ের করে অভিযুক্ত চালকের খোঁজ শুরু করেছে। পুলিশ খালি কন্টেনারটি বাজেয়াপ্ত করেছে। যেখানে কন্টেনারটি পাওয়া গিয়েছে, তার আশপাশে লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত মোবাইল উদ্ধার করা হবে জানিয়েছে পুলিশ।

কর্নাটকের চিকবল্লাপুর জেলা থেকে চুরির এই ঘটনা সামনে এসেছে। একটি বড় বাক্সে থাকা চিনা কোম্পানির ৩ কোটি টাকার মোবাইল চুরি হয়েছে। ২২ নভেম্বর দিল্লি থেকে একটি মোবাইল ফোন বাক্স নিয়ে কন্টেইনারটি বেঙ্গালুরু শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু এটি বিতরণ গন্তব্যে পৌঁছায়নি। ডেলিভারির দায়িত্ব স্যাপ স্পিড ক্যারিয়ার লিমিটেড কোম্পানিকে দেওয়া হয়েছিল। মোবাইল ফোন না আসায় কোম্পানির অফিসে তোলপাড় পড়ে গিয়েছে।

সংস্থার তরফে কন্টেনারটির জিপিএস পরীক্ষা করে দেখা হয়। কন্টেনারটি চিক্কাবাল্লাপুর জেলার রেড্ডি গোল্লাহাল্লিতে হাইওয়েতে রাখা ছিল। ওই কোম্পানির লোকজন তড়িঘড়ি করে কন্টেনারের কাছে পৌঁছে যান। কিন্তু কন্টেনারটি খুলতেই তাঁরা অবাক হয়ে যান। ৩ কোটি টাকার মোবাইল ফোনের একটিও সেখানে ছিল না। সঙ্গে সঙ্গে ওই মোবাইল কোম্পানির লোকজন ঘটনাটি পুলিশকে জানায়।

চুরির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ধৃতদের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কন্টেনারটি বাজেয়াপ্ত করে পেরেসান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে। এই পুরো চুরির ঘটনায় মোবাইল উধাও হওয়ার পাশাপাশি কন্টেনার চালকও নিখোঁজ রয়েছে।