দিল্লিতে বেসরকারি অফিসে কাজ বনধ, ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

বেসরকারি ব্যাঙ্ক,ক্যুরিয়ার সার্ভিস,উকিলদের অফিস। জরুরি পরিষেবা সংক্রান্ত কাজ অফিস থেকে চালানো যাবে। দিল্লিতে কেভিড সংক্রমণ সাংঘাতিক আকার নিয়েছে।

Written by SNS Delhi | January 12, 2022 11:25 pm

প্রতিকি ছবি (Photo: SNS)

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয় এমন সব বেসরকারি সংস্থার অফিস থেকে কাজ বন্ধের নির্দেশ জারি করলো দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। তাতে বলা হয়েছে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত ওই সমস্ত সংস্থার কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করতে হবে।

তবে বেসরকারি ব্যাঙ্ক, ক্যুরিয়ার সার্ভিস, উকিলদের অফিস—এই তিন ধরনের জরুরি পরিষেবা সংক্রান্ত কাজ অফিস থেকে চালানো যাবে। দিল্লিতে কেভিড সংক্রমণ সাংঘাতিক আকার নিয়েছে।

রবিবার দেখা গিয়েছিল, কোভিড আক্রান্তের সংখ্যা এক দিনে ২২ হাজারে পৌঁছেছে। সোমবার তা কিছুটা কমে দাঁড়িয়েছে ১৯ হাজারে। তবে শতাংশের বিচারে তা ২৫ শতাংশ। দিল্লি সরকার আশঙ্কা করছে আগামী এক সপ্তাহের মধ্যে এই সংক্রমণ আরও বাড়বে।

সে কারণেই এই বিধি জারি করা হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। আগেই পানশালা, রেস্তরাঁ বন্ধ হয়েছিল দিল্লিতে এবার বেসরকারি সংস্থার ক্ষেত্রেও বিধি বেধে দিল দিল্লির সরকার।