• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

মধ্যপ্রদেশে থানায় বসে ভিডিও রিল, শাস্তির মুখে মহিলা পুলিশ আধিকারিক

আইজি তাঁর নির্দেশপত্রে জানিয়েছেন, ইদানিং প্রায়শই দেখা যাচ্ছে অনেক পুলিশকর্মী উর্দি পরে অথবা সাধারণ পোশাকে ভিডিয়ো রিল বানাচ্ছেন।

নতুন প্রজন্মের ছেলেমেয়েদের গানের ভিডিও রিল করে সামাজিক মাধ্যমে বাহবা কুড়ানোর হিড়িক নতুন নয়। এমনকি ইউটিউব চ্যানেলেও এই ধরনের ভিডিওর রমরমা হামেশাই লক্ষ্য করা যায়। তাই বলে একজন কর্তব্যরত পুলিশ কর্মীকে এই ধরনের ভিডিও করার ঘটনা দায়িত্বজ্ঞানহীনতা ও শৃঙ্খলাভঙ্গের পর্যায়ে পড়ে। আর সেই অনভিপ্রেত কাজটি থানায় বসে করে বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের রেওয়া জেলার এক মহিলা পুলিশ আধিকারিক। ওই পুলিশ আধিকারিক থানায় বসে হিন্দি গানের সঙ্গে ভিডিয়ো রিল বানিয়ে শাস্তির মুখে পড়তে চলেছেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যের ইনস্পেক্টর জেনারেল (আইজি)।

আইজি রাজ্যের পুলিশকর্মী ও আধিকারিকদের সতর্কবার্তা দিয়েছেন। তিনি ভিডিয়ো রিল বানানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করেছেন। একইসঙ্গে তিনি কড়া বার্তা দিয়েছেন, যাঁরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

স্থানীয় সূত্রে খবর, থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঙ্কিতা মিশ্র অক্ষয় কুমার এবং মাধুরী দীক্ষিতের ছবি ‘আরজু’-র একটি গানের সঙ্গে ভিডিয়ো রিল বানান। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুরু হয় তাঁর সামলোচনা। ভিডিওটি পুলিশের শীর্ষ মহলেও পৌঁছতেই ওই মহিলা পুলিশ আধিকারিককে সতর্ক করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন আইজি।

আইজি তাঁর নির্দেশপত্রে জানিয়েছেন, ইদানিং প্রায়শই দেখা যাচ্ছে অনেক পুলিশকর্মী উর্দি পরে অথবা সাধারণ পোশাকে ভিডিয়ো রিল বানাচ্ছেন। তারপর সেটা সমাজমাধ্যমে ছাড়ছেন। পুলিশের মতো শৃঙ্খলাপরায়ণ বিভাগে কাজ করে এই ধরনের ভিডিয়ো রিল বানানো শৃঙ্খলাভঙ্গের শামিল। যা আমজনতার মধ্যে পুলিশ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণার জন্ম দেবে। তাই পুলিশকর্মী বা আধিকারিকদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।