রেললাইনের উপর দিয়ে চারচাকা গাড়ি নিয়ে ছুটছেন এক মহিলা। কোনও রকমে গাড়িটি থামানো গেলেও সেখান থেকে নামতে নারাজ চালক। চালককে বের করে রেলট্র্যাক থেকে গাড়িটিকে সরাতে রীতিমতো হিমশিম থেকে হয়েছে রেলকর্মী ও পুলিশকে। প্রায় ২০ জনকে এই কাজে নামতে হয়। এই ঘটনায় ওই লাইনের অন্তত ১৫টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দিতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। কয়েকটি ট্রেনও বাতিল করতে হয়। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গনার রঙ্গারেড্ডী জেলার শঙ্করপল্লিতে।
রেলট্র্যাকের উপর গাড়ি চালানোর কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের চারচাকা গাড়ি ট্রেনের লাইন ধরে ছুটে চলেছে। বিষয়টি নজরে আসে রেলকর্মীদের। তারপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোনও রকমে গাড়িটি থামানো হয়। মনে করা হয়েছিল, কিছুক্ষণের মধ্যেই সবকিছু নিয়ন্ত্রণে আসবে। কিন্তু ক্রমে তা হাতের বাইরে বেরিয়ে যেতে থাকে। গাড়িটি থামালেও রেলট্র্যাক থেকে গাড়ি সরাতে বা সেখান থেকে নামতে রাজি হননি চালক। এই নিয়ে গাড়ির মধ্যে বসে রেলকর্মীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। শেষ পর্যন্ত ওই চালককে জোর করে গাড়ি থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও পরিকল্পনা বাস্তবায়িত করা সহজ ছিল না রেলকর্মীদের কাছে। তাঁকে টেনেহিঁচড়ে, হাত বেঁধে গাড়ি থেকে নামানো হয়। এরপর চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয় অন্য জায়গায়। এরপর গাড়িটি রেলট্র্যাক থেকে সরান রেলকর্মীরা।
বর্তমানে ওই মহিলা রেল পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর মানসিক কোনও সমস্যা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যার উদ্দেশে তিনি রেললাইনে উঠেছিলেন কি না তা–ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত চালক উত্তরপ্রদেশের বাসিন্দা। তেলাঙ্গানায় একটি বহুজাতিক সংস্থায় কর্মরত তিনি। গাড়ি থেকে তাঁর ড্রাইভিং লাইসেন্স ও প্যান কার্ড উদ্ধার করেছে পুলিশ। কী কারণে তিনি এই কাজ করেছেন তা জানার চেষ্টা চালাচ্ছে রেলপুলিশ।