• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

মুম্বই বিমানবন্দরে চকোলেটের বাক্সে ৬২ কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার মহিলা

মহারাষ্ট্রের রাজস্ব বিভাগের গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল, এক মহিলা মাদক দ্রব্য নিয়ে মুম্বই বিমান বন্দরে অবতরণ করবেন।

প্রতীকী চিত্র।

চকোলেটের বাক্সে ৬২ কোটি টাকার মাদক উদ্ধার। এই ঘটনায় কাতারের রাজধানী দোহা থেকে মুম্বই বিমানবন্দরে ফিরতেই গ্রেপ্তার হলেন এক ভারতীয় মহিলা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার কাছ থেকে মোট ৬.২৬ কিলোগ্রাম কোকেন উদ্ধার হয়েছে।

মহিলার ব্যাগ থেকে মাদক ভর্তি ৯টি বাক্স পাওয়া গিয়েছে। এই বাক্সগুলির মধ্যে ছয়টি বিস্কুটের এবং তিনটি চকোলেটের বাক্স ছিল। প্রতিটি বাক্সের মধ্যে থেকে উদ্ধার হয়েছে মাদক দ্রব্য। সেগুলির কোনোটি সাদা পাউডারের আকারে, আবার কোনোটি ৩০০টি ক্যাপসুল আকারে পাওয়া গিয়েছে। সব মিলিয়ে ৬২৬১ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার হয়েছে ওই মহিলার কাছ থেকে। উদ্ধার হওয়া এই মাদক দ্রব্যের বাজারমূল্য ৬২ কোটি ৬০ লক্ষ টাকা।

Advertisement

জানা গিয়েছে, মহারাষ্ট্রের রাজস্ব বিভাগের গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল, এক মহিলা মাদক দ্রব্য নিয়ে মুম্বই বিমান বন্দরে অবতরণ করবেন। সেই মতো তাঁরা প্রস্তুতি নিয়ে অভিযান শুরু করেন। চেকিংয়ের সময় রাজস্ব বিভাগের আধিকারিকদের ওই মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয়। প্রথমে তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা। ফলে সন্দেহ আরও তীব্র হয়। এরপর তাঁর ব্যাগপত্র তল্লাশি করতেই বেরিয়ে আসে ৬.২৬ কিলোগ্রাম মাদক দ্রব্য।

Advertisement

প্রসঙ্গত, এর আগে গত মাসেই মুম্বই বিমানবন্দর থেকে প্রায় ৫ কেজি মাদকদ্রব্য উদ্ধার হয়েছিল। শল্যচিকিৎসায় ব্যবহৃত কোমরের বেল্ট এবং পায়ের ‘কাফ গার্ড’-এর চারটি প্যাকেটে লুকিয়ে কোকেন নিয়ে ভারতে আসছিলেন এক বিদেশি নাগরিক। উদ্ধার হওয়া ওই মাদকের মূল্য ছিল ৫২ কোটি টাকা। বিমানবন্দরে ধরা পড়তেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

Advertisement