• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

উইন্ডোজ প্রোডাকশন সংস্থা আবারও নিয়ে আসতে চলেছে ‘দাবাড়ু’।

কলকাতা:- ‘রক্তবীজ’-এর শ্যুটিং শেষ হতে না হতেই ইতিমধ্যেই আরও এক নতুন ছবির ঘোষণা করল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। এই বছরের শীতে মুক্তি পাবে ‘দাবাড়ু’। সম্পর্কের টানাপড়েন, পারিবারিক গল্প, সামাজিক নানা সমস্যা নিয়ে বেশির ভাগই ছবি করে  উইন্ডোজ। তবে এ বার অন্য ধরনের ছবি নিয়ে আসতে চলেছে দর্শকদের সামনে। এই ছবির প্রেক্ষাপট ভারতীয় দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের

কলকাতা:- ‘রক্তবীজ’-এর শ্যুটিং শেষ হতে না হতেই ইতিমধ্যেই আরও এক নতুন ছবির ঘোষণা করল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। এই বছরের শীতে মুক্তি পাবে ‘দাবাড়ু’। সম্পর্কের টানাপড়েন, পারিবারিক গল্প, সামাজিক নানা সমস্যা নিয়ে বেশির ভাগই ছবি করে  উইন্ডোজ। তবে এ বার অন্য ধরনের ছবি নিয়ে আসতে চলেছে দর্শকদের সামনে। এই ছবির প্রেক্ষাপট ভারতীয় দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করে। উত্তর কলকাতার সূর্য শেখর কী ভাবে দাবার হাত ধরে বিশ্বমঞ্চে পৌঁছে গেলেন, সেই গল্পই হল ‘দাবাড়ু’র বিষয়বস্তু। পরিচালনা করবেন পথিকৃৎ বসু। সূর্য শেখরের ভূমিকায় কাকে অভিনয় করতে দেখা যাবে, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে উইন্ডোজ প্রযোজনা সংস্থা ফেসবুক পেজে যে ছবি নিয়ে পোস্টটি আছে, সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, দীপঙ্কর দে, কৌশিক সেন এবং বিশ্বনাথ বসুর নাম উল্লেখ করা হয়েছে। মনে করা হচ্ছে, এই ছবিতে নাকি তাদের দেখা যেতে পারে। বক্স অফিসে আগোগোড়াই সফল উইন্ডোজের ছবি। তাই ‘দাবাড়ু’ নিয়েও চর্চাও তুঙ্গে। পরিচালক পথিকৃতের ‘কাছের মানুষ’ ততটা সাফল্য পায়নি। তবে এই ছবিটি কতটা দর্শকদের মনে ছাপ ফেলবে সেটাই দেখার বিষয়। দর্শক-মনে বিশেষ ছাপ ফেলেনি। নতুন এই কাজ কি সাফল্য এনে দেবে? এখন সেটাই দেখার।