• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

আবার অশান্ত মণিপুর, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারল দুষ্কৃতীরা

জিরিবাম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচরে পাঠানো হচ্ছে।

মণিপুরে অশান্তির বিরুদ্ধে প্রতিবাদ। ফাইল চিত্র।

ফের উত্তপ্ত মণিপুর। মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হল তাঁর স্বামীর চোখের সামনেই! বৃহস্পতিবার রাতে ঘটেছে এমনটাই ঘটনা। অকুস্থল মণিপুরের জিরিবাম জেলার জাইরন গ্রাম।

সূত্র মোতাবেক খবর, গত বৃহস্পতিবার রাত্রে জাইরন গ্রামে দুষ্কৃতিদের একটি দল প্রবেশ করে তাণ্ডব করতে থাকে। কমপক্ষে ১৭টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। উক্ত মহিলার বাড়িতে ঢুকে তাঁকে বলপূর্বক ধর্ষণ করা হয়। স্বামীর চোখের সামনেই তাঁকে পুড়িয়ে মারে দুষ্কৃতীরা। এছাড়াও চলে অবাধ লুঠপাট।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তেজনায় ফেটে পড়েন গ্রামবাসীরা। সারা শুক্রবার ধরে চলে বিক্ষোভ। শনিবারেও বিক্ষোভ অব্যাহত থাকে। জিরিবাম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচরে পাঠানো হচ্ছে।

আদিবাসী অধ্যুষিত জাইরন গ্রামের বিভিন্ন আদিবাসী গোষ্ঠী – যেমন জোমি, মার, কুকি গোষ্ঠীর নেতারা এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতির মাধ্যমে তাঁরা এই ব্যাপারে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। চুরাচাঁদপুরের আদিবাসী জনগণও দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন।

প্রসঙ্গত, ২০২৩-এ অশান্ত ছিল মণিপুর। ২০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন চুরাচাঁদপুরে। জাইরন গ্রামের এই ঘটনা সেই অশান্তির কথাই ফের মনে করিয়ে দেয়।