রথযাত্রায় কোন কোন জেলা ভাসতে চলেছে? জেনে নিন একনজরে।

Written by SNS June 20, 2023 10:56 am

কলকাতা:- আজ সকাল থেকেই কোথাও মেঘলা আবার কোথাও পরিষ্কার আকাশ। তবে বিগত কদিন ধরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় টানা বৃষ্টি চলছে। রথযাত্রায় অন্তত কোথাও  তাপপ্রবাহের কোন সম্ভাবনা নেই। সূত্রের খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সারা রাজ্যেই বর্ষার প্রবেশ হতে চলেছে। মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ জুন বুধবার সকালের মধ্যে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য জারি কমলা সতর্কতা। এছাড়া দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ জারি কমলা সতর্কতা। ওই সময়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিন চারেকের মধ্যে উত্তরবঙ্গের সমতল এলাকা এবং দক্ষিণবঙ্গের সর্বত্র তাপমাত্রা ধীরে ধীরে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।