টানা বৃষ্টিতে বারাণসীতে দু’কূল ছাপিয়ে বইছে গঙ্গা, সতর্ক প্রশাসন

বন্যার আশঙ্কায় নদীর তীরবর্তী অঞ্চল থেকে বেশ কিছু পরিবারকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়া হয়েছে।

Written by SNS New Delhi | July 16, 2019 3:38 pm

বারাণসী(Getty Images)

ভারী বর্ষণের কারণে দ্রুত বেড়ে চলেছে নদীর জলস্তর । তার জেরে বারাণসীতে দু’কূল ছাপিয়ে বইছে বন্যা।

বন্যার আশঙ্কায় নদীর তীরবর্তী অঞ্চল থেকে বেশ কিছু পরিবারকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়া হয়েছে। নদীর তীরবর্তী বাসিন্দারা জানিয়েছেন, চলতি বছরে অত্যন্ত দ্রুত হারে বেড়ে চলেছে গঙ্গার জলস্তর। গত তিন – চারদিনে তা প্রায় পাঁচ ফুট বৃদ্ধি পেয়েছে ।

‘আমাদের প্রচুর সমসা হয়েছে । আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন ।’

এদিকে উত্তরপ্রদেশে আগামী কয়েক দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস করেছে আবহাওয়া দপ্তর। জলস্তর বাড়ার ফলে ব্যাহত হয়েছে বারাণসীতে গঙ্গার দুই তীরের বাসিন্দাদের জীবন । এর মধ্যেই জলের নিচে চলে গিয়েছে নদীর তীরে অবস্থিত একাধিক মন্দির।

অন্যদিকে নাগাড়ে বৃষ্টিতে খুশি উত্তরপ্রদেশ তথা বারাণসীর বাসিন্দাদের একাংশ । তাঁদের দাবি , সমস্যা হলেও বহু বছর পরে এই অঞ্চলে এত বৃষ্টি হওয়ায় কৃষিজীবীরা উপকৃত হচ্ছেন।