• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওয়াকফ আইনকে হাতিয়ার করে মাদ্রাসা ভাঙল মধ্যপ্রদেশে

ওয়াকফ আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিংসার ছবি উঠে আসছে, তার মধ্যেই এই আইন অনুযায়ী প্রথম পদক্ষেপ গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশে।

ওয়াকফ আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিংসার ছবি উঠে আসছে, তার মধ্যেই এই আইন অনুযায়ী প্রথম পদক্ষেপ গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের পান্না জেলায় বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা। স্থানীয় সংবাদ সূত্রে দাবি, অবৈধভাবে জায়গা দখল করে তৈরি হয়েছিল ওই মাদ্রাসা। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে নির্মাণের অভিযোগে ওই মাদ্রাসার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন এক মুসলিম ব্যক্তি। সেই অভিযোগের পর মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। এরপর মাদ্রাসা কমিটির কাছে নোটিস পাঠায় প্রশাসন।

মাদ্রাসা কমিটিকে নোটিস পাঠানোর নির্দিষ্ট সময় পর ওই মাদ্রাসায় বুলডোজার চালাত প্রশাসন। তার আগেই সেই নোটিশের ভিত্তিতে মাদ্রাসা কমিটিই বুলডোজার এনে ওই মাদ্রাসা ভেঙে দেয়। মাদ্রাসা কর্মকর্তারা জানিয়েছেন, মাদ্রাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল। স্থানীয় বাসিন্দা এবং সমাজকর্মীরা দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিলেন অভিযোগ সত্ত্বেও, সাম্প্রতিককালে কোনও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।শুরুতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি নিয়ে ওই মাদ্রাসা চালু করা হয়েছিল। পরে এটি পুরসভার অধীনে আসে এবং এই নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করা হয়। গত বেশ কয়েক বছর ধরে এই ইস্যুতে মামলাও চলছিল আদালতে। ওয়াকফ আইন চালু হতেই দেশের মধ্যে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে মধ্যপ্রদেশে।

Advertisement

Advertisement

Advertisement