গুজরাতের নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৭, প্রশ্নের মুখে স্কুল

Written by SNS January 19, 2024 6:39 pm

people watch rescuers on a boat search a river after a tourist boat capsized Sunday night in Malappuram, Kerala, India, Monday, May 8, 2023. More than a dozen were killed. (AP Photo/P.P. Afthab)

ভদোদরা, ১৯ জানুয়ারি– গুজরাতের বরোদায় হর্নি লেকে পিকনকে করতে যাওয়া পড়ুয়াদের নৌকাডুবির ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা৷ শুক্রবার তা দাড়াল ১৭এ৷
ওই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন৷ প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, একটি নৌকায় ২৭ জন চেপেছিল৷ সেটি ডুবে যায়৷ কোনও পড়ুয়ার কাছেই লাইফ জ্যাকেট ছিল না৷ প্রশ্ন উঠছে, লাইফ জ্যাকেট ছাড়া কীভাবে এত পড়ুয়াকে এক নৌকায় তোলা হল?
বৃহস্পতিবার বরোদার ‘নিউ সানরাইজ’ নামের একটি বেসরকারি স্কুল পড়ুয়াদের নিয়ে যায় পিকনিকে৷ পুরো পিকনিকের আয়োজন করেছিল স্কুলই৷ সেই পিকনিকেই বিপত্তি৷ ঝুঁকিপূর্ণভাবে লেকে নৌকাবিহারের সময় একটি নৌকা ডুবে যায়৷ সঙ্গে সঙ্গে মৃতু্য হয় ৬ জনের৷ তখনই আশঙ্কা করা হচ্ছিল, হতাহতের সঙ্গে বাড়তে পারে৷ রাতভর চলেছে উদ্ধারকাজ৷ এ পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে৷ শুক্রবার সকালে পাওয়া পর্যন্ত ওই দুর্ঘটনায় মোট ১৭ জনের মৃতু্য হয়েছে৷ এর মধ্যে ১৪ জন পড়ুয়া৷ ২ জন শিক্ষক৷ এখনও উদ্ধারকাজ চলছে৷ বেশ কয়েকজন পড়ুয়া গুরুতর আসুস্থ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং পুলিশ এখনও ঘটনাস্থলে৷
গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন৷ মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি৷ আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে গুজরাত সরকার৷