• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

এনকাউন্টারে খতম বিষ্ণোই গ্যাংয়ের শার্প শুটার

খুন, খুনের চেষ্টা, অপহরণ, ডাকাতির মতো অভিযোগ রয়েছে নবীন কুমারের বিরুদ্ধে। ২০টির বেশি মামলায় ওয়ান্টেড ছিলেন তিনি।

এনকাউন্টারে খতম বিষ্ণোই গ্যাংয়ের শার্প শুটার। মৃতের নাম – নবীন কুমার (৩৭)। তিনি গাজিয়াবাদের বাসিন্দা ছিলেন। খুন, খুনের চেষ্টা, অপহরণ, ডাকাতির মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০টির বেশি মামলায় ওয়ান্টেড ছিলেন তিনি। সূত্রের খবর, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হাসিম বাবার আস্থাভাজন ছিলেন নবীন।

গোপন সূত্রে খবর পেয়ে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল বুধবার রাতে হাপুরে অভিযান চালায়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছলে নবীন পুলিশের দলকে লক্ষ্য করে আচমকা গুলি ছুঁড়তে শুরু করে। এরপরেই পাল্টা গুলি চালায় পুলিশ। সেই সময় গুলি লেগে গুরুতর জখম হন বিষ্ণোই গ্যাংয়ের সদস্য নবীন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, ‘হাম সাথ-সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমন খানের বিরুদ্ধে। সেই থেকেই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সলমনের ‘শত্রুতা’ শুরু। গত বছর সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি খুন হওয়ার পর অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়। এরই মধ্যে সলমনের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় তোলপাড় পড়ে যায়। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। এরপরও একাধিকবার হুমকি পান বলি অভিনেতা। লাগাতার হুমকি পাওয়ার জন্য সলমনের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। বর্তমানে অভিনেতা ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।