• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

উত্তর প্রদেশে তিনতলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৭

উত্তর প্রদেশের মিরাটে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৭। শনিবার মিরাটের জাকির কলোনীর তিনতলা ওই বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

উত্তর প্রদেশের মিরাটে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৭। শনিবার মিরাটের জাকির কলোনীর তিনতলা ওই বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপর থেকেই উদ্ধারকাজ চলছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা (এসডিআরএফ)-এর টিম এলাকায় উপস্থিত রয়েছে। বৃষ্টির মধ্যে চলছে উদ্ধারকাজ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দীপক মিনার বক্তব্য, আরও তিনজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

Advertisement

এর আগে সংবাদ মাধ্যমকে মিনা বলেন, মোট ১৪ জন লোক আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে তিনজনকে প্রথমে উদ্ধার করা হয়। পাঁচজনকে এখন উদ্ধার করা হয়েছে। বাকিরা আটকে রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা (এসডিআরএফ)-এর টিম ওখানে রয়েছে। উদ্ধার হওয়া ৮ জনের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন। বাকিদের জীবিত উদ্ধার করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপর থেকেই উদ্ধারকাজ চলছে। ওই বহুতলটির মালিকের নাম নাফো আলাউদ্দিন। ওই বাড়িতেই একটি ডেয়ারি চালান তিনি।

এই দুর্ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন। একই সঙ্গে ত্রাণকার্য ও আহতদের চিকিতসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

এর আগে চলতি বছর সেপ্টেম্বর মাসের ৭ তারিখে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে তিনতলা বাড়ি এবং একটি গোডাউন ভেঙে পড়ে। সেই ঘটনায় প্রাণ হারান ৮ জন। জখন হন ২৮ জন।

Advertisement