নতুন সমীকরণ গড়তে চাইছেন উদ্ধব ঠাকরে
দিল্লি, ১৪ জুন – লোকসভা নির্বাচন মিটেছে। এবার বিধানসভা নির্বাচন। তার আগে নতুন সমীকরণ গড়তে চাইছেন উদ্ধব ঠাকরে। ইন্ডিয়া জোটের সঙ্গ ছেড়ে ‘একলা চলো’ নীতিই অবলম্বন করে রাজ্যের ভোটে লড়তে চাইছেন তিনি। অন্যদিকে রাজ ঠাকরেও নাকি এনডিএ-র হাত ছেড়ে একাই লড়তে চাইছেন নির্বাচনে। এবারের লোকসভা নির্বাচনে যে দুটি রাজ্যে সবচেয়ে জোরালো ধাক্কা খেয়েছে বিজেপি