কৃষি আইনের বিরুদ্ধে ধরনা

প্রতিকি ছবি (Photo: iStock)

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় কালা কৃষি আইনের প্রতিবাদ জানাতে এবং দিল্লির সীমান্তে আন্দোলনরত শ্রমিকদের প্রতি সহমর্মিতা জানাতে জেলার সর্বত্র ধরনা কর্মসুচি পালিত হয় মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা অবধি।

খড়গপুরের ডিভিসি গেটে ৩৪ নং ওয়ার্ড তৃণমূল কমিটির উদ্যোগে আয়ােজিত ধরনায় কৃষি আইনের ক্ষতিকারক দিকগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন শহর তৃণমূলের সভাপতি রবিশঙ্কর পাণ্ডে, জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক অপূর্ব ঘােষ, রূপেন বসু, বিশ্বজিৎ তালুকদার, সুমিত চৌধুরি প্রমুখ।

সবং ব্লক অফিসের সামনে আয়ােজিত ধরনায় উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া, গীতারানি ভুঁইয়া, নিশিকান্ত কর, শেখ আবু কালাম বক্স, তরুণ মিশ্র, স্বপন মাইতি প্রমুখ।