• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জম্মু-কাশ্মীরের পুঞ্চ থেকে জোড়া আইইডি উদ্ধার

শুক্রবার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ থেকে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং বিস্ফোরক উপাদান উদ্ধার করেছে।

ছবি: আইএএনএস

জম্মু-কাশ্মীরের পুঞ্চ থেকে জোড়া আইইডি উদ্ধার হল। শুক্রবার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ থেকে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং বিস্ফোরক উপাদান উদ্ধার করেছে।

আধিকারিকরা জানিয়েছেন, পুঞ্চ জেলার মেন্ধর এলাকায় চাজলা সেতুর নীচে একটি সন্দেহজনক বস্তু পাওয়ার পরে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। গোটা এলাকা ঘিরে ফেলে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়। দুটি আইইডি এবং এক কেজি আরডিএক্স সন্দেহে বিস্ফোরক দ্রব্য, একটি ব্যাটারি, দু’টি কম্বল এবং কিছু খাদ্যসামগ্রী পাওয়া গেছে। তদন্ত চলছে বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা।

Advertisement

জম্মু ডিভিশনের পুলিশ গত তিন দিন ধরে কাঠুয়া, উধমপুর, রিয়াসি এবং ডোডা এই চারটি জেলায় জঙ্গি এবং তাদের ওভারগ্রাউন্ড কর্মীদের (ওজিডব্লিউ) বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই অভিযান চলাকালীন এক ডজনেরও বেশি ওভারগ্রাউন্ড কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত তিন মাসে সন্ত্রাস সংক্রান্ত ঘটনা বেড়ে যাওয়ার পর নিরাপত্তা বাহিনী কেন্দ্রশাসিত অঞ্চলটিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করছে।

Advertisement

গত ২০ অক্টোবর গান্ডেরবাল জেলার গাগাঙ্গির এলাকায় একটি পরিকাঠামো সংস্থার কর্মী ছাউনিতে এলোপাথাড়ি গুলি চালায় দুই জঙ্গি। এই জঙ্গি হামলায় ৬ জন শ্রমিক এবং একজন স্থানীয় চিকিৎসক-সহ ৭ জন নিহত হন। গত ২৪ অক্টোবর বারামুল্লা জেলার গুলমার্গের বোটাপাথরি এলাকায় তিন সেনা ও দুই কুলি-সহ পাঁচ জনকে খুন করে জঙ্গিরা।

২ নভেম্বর শ্রীনগরের পর্যটন অভ্যর্থনা কেন্দ্রের কাছে ব্যস্ত সানডে মার্কেটে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এই গ্রেনেড বিস্ফোরণে এক মহিলা নিহত ও ৯ জন অসামরিক নাগরিক আহত হন। লাগাতার হামলার পরে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দুটি শীর্ষ স্তরের সুরক্ষা পর্যালোচনা বৈঠক করেন।

Advertisement