পাম্পােরে নিরাপত্তারক্ষী – জঙ্গি সংঘর্ষে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পােরের খ্রেউতে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা যৌথভাবে এলাকাটি ঘিরে দিয়ে তল্লাশি অভিযান শুরু করলে জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলােপাথারি গুলি চালাতে থাকে।
জওয়ানরাও পাল্টা গুলি চালায়। দু’জনেই হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘটনায় নিহত এক জঙ্গিকে শণাক্ত করা গেছে। ওই মৃত জঙ্গির নাম মুসায়েব মুক্তাক। খ্রেউয়ের বাসিন্দা ওই জঙ্গি স্থানীয় স্কুলের পিওন জাভিদ আহমেদের হত্যাকান্ডে জড়িত। খ্রেউতে জঙ্গিদের গােপন ঘাঁটি থেকে একে রাইফেল ৪৭, পিস্তল উদ্ধার করা হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



