শ্যামাপ্রসাদ জয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য 

শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে তার স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী মােদি।

Written by SNS New Delhi | July 7, 2021 4:01 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Photo: IANS)

শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে তার স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী মােদি। তিনি টুইট করে লেখেন, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জয়ন্তীতে মহান নেতাকে মাথানত করে প্রণাম জানাই। তিনি দেশের অগ্রগতি ও ঐক্যস্থাপনের লক্ষ্যে নিজের জীবন আত্মােৎসর্গ করেছিলেন। দেশের কোটি কোটি মানুষ তাঁর মহান আদর্শ দ্বারা অনুপ্রাণিত। পাশাপাশি একজন বিশিষ্ট পন্ডিত ও বুদ্ধিজীবী হিসেবে আমাদের জীবনে তার একটা বড় স্থান রয়েছে। 

১৯৫১ সালে শ্যামাপ্রসাদ মুখ্যার্জি হাত ধরে জন্ম নিয়েছিল ভারতীয় জন সংঘ। তিনি ভারতীয় জন সংঘের ব্যানারে সংবিধানের ৩৭০ ধারার বিরুদ্ধে প্রচার শুরু করেছিলেন। সংবিধানের ৩৭০ ধারা দ্বারা জম্মু কাশ্মীরকে বিশেষ সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল, যা জম্মু কাশ্মীরের উন্নয়ন ও স্থানীয়দের অগ্রসরের পথে অদৃশ্য বাধা হয়ে দাড়ায়। 

১৯৫৩ সালে উপত্যকায় আটক অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বলেন, এই মহান মানুষটি ১৯০১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। জন সংঘের প্রতিষ্ঠার উনত্রিশ বছর ১৯৮০ ভারতীয় জনতা পার্টি গঠন করা হয়েছিল।