• facebook
  • twitter
Saturday, 27 December, 2025

বর্ষবরণের আগে পর্যটকের ঢল, রেকর্ড ভিড় হিমাচলে

দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানা থেকে বিপুল সংখ্যক পর্যটক ইতিমধ্যেই হিমাচলের জনপ্রিয় শৈলশহরগুলির দিকে রওনা হয়েছেন

বড়দিনের আগে থেকেই পর্যটকদের ভিড়ে জমজমাট হিমাচল প্রদেশ। নতুন বছরের আগে এই ভিড় আরও রেকর্ড মাত্রায় পৌঁছবে বলেই আশা করছে প্রশাসন। দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানা থেকে বিপুল সংখ্যক পর্যটক ইতিমধ্যেই হিমাচলের জনপ্রিয় শৈলশহরগুলির দিকে রওনা হয়েছেন। বেশির ভাগ পর্যটকই নিজেদের গাড়িতে করে আসায় শিমলা-সহ একাধিক শহরের রাস্তায় প্রতিদিনই যান চলাচল মন্থর হয়ে পড়ছে। কোথাও কোথাও যানজটে নাজেহাল হতে হচ্ছে পর্যটকদের।

তবে স্থানীয় প্রশাসনের মতে, বছরের এই সময়টায় শিমলা ও আশপাশের শৈলশহরগুলির জন্য সবচেয়ে ব্যস্ত। বিশেষ করে শিমলায় এই সময় শুরু হয় ন’দিনের ‘উইন্টার কার্নিভাল’। শৈলশহরের রিজ গ্রাউন্ডে আয়োজিত এই উৎসব পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের। দেশি পর্যটকের পাশাপাশি বহু বিদেশি পর্যটকও এই কার্নিভাল দেখতে হাজির হন।

Advertisement

পাঞ্জাব থেকে আসা পর্যটক গুরসাহিব সিংহ সংবাদসংস্থাকে বলেন, ‘এই প্রথম শিমলার কার্নিভালে এসেছি। এত দারুণ পরিবেশ ভাবা যায় না। ঠিক করেছি এ বার থেকে প্রতি বছর এই কার্নিভালে আসব।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়দিনের পর থেকে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার গাড়ি শিমলায় ঢুকছে। আগামী সাত দিনের মধ্যে তিন লক্ষেরও বেশি পর্যটক শিমলায় আসতে পারেন বলে অনুমান প্রশাসনের। পর্যটকদের ভিড়ে যাতে শহরের যান চলাচল পুরোপুরি থমকে না যায়, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

Advertisement

তবে গাড়ির চাপ প্রতিদিন বাড়তে থাকায় কিছু এলাকায় যানজট তৈরি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে শিমলায় ৪০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। আগের বছরের অভিজ্ঞতা মাথায় রেখে এ বার শুরু থেকেই সতর্ক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশকর্তা।

Advertisement