• facebook
  • twitter
Monday, 2 December, 2024

এবার INDIA-র মঞ্চে বিজেপি বিরোধী ২৬টি দল যৌথ সমাবেশ করতে চলেছে মুম্বইয়ে।

ভারত:- প্রথম বৈঠকে জোটের সূত্র ধরেই বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকেই মেগা ফ্রন্ট INDIA-র মঞ্চে নাম লিখিয়েছে ২৬ দল। বিজেপি বিরোধী সেই ২৬টি দল এবার যৌথ সমাবেশ করতে চলেছে মুম্বইয়ে। স্থান আগেই ঠিক হয়ে গিয়েছিল, এবার কালও চূড়ান্ত হয়ে গেল যৌথ সমাবেশের। ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক মুম্বইয়ে বসছে আগামী ২৫ ও ২৬ অগাস্ট। ইন্ডিয়া বা ভারতীয় ন্যাশনাল

ভারত:- প্রথম বৈঠকে জোটের সূত্র ধরেই বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকেই মেগা ফ্রন্ট INDIA-র মঞ্চে নাম লিখিয়েছে ২৬ দল। বিজেপি বিরোধী সেই ২৬টি দল এবার যৌথ সমাবেশ করতে চলেছে মুম্বইয়ে। স্থান আগেই ঠিক হয়ে গিয়েছিল, এবার কালও চূড়ান্ত হয়ে গেল যৌথ সমাবেশের। ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক মুম্বইয়ে বসছে আগামী ২৫ ও ২৬ অগাস্ট। ইন্ডিয়া বা ভারতীয় ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স গঠিত হওয়ার পর প্রথম এই বৈঠক নিয়ে তৎপরতা এখন তুঙ্গে। সূত্রের খবর, শিবসেনা-র নেতা উদ্ধব ঠাকরে ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শারদ পাওয়ার এই বৈঠকের আয়োজন করবেন। এই বৈঠকেই চূড়ান্ত হবে সমন্বয় কমিটি এবং অন্যান্য প্যানেলের নাম। বৈঠকের পর যৌথ সমাবেশের আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে। ১৮ই জুলাই বেঙ্গালুরুর বৈঠকের পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, মুম্বাইতে ১১জন সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হবে। প্রচারাভিযান পরিচালনা, যৌথ সমাবেশ ও কর্মসূচির জন্য একটি কেন্দ্রীয় সচিবালয়ও স্থাপন করা হবে বলে তিনি জানান।গত তিন মাসে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক হতে চলেছে। ২৩ শে জুন প্রথম সভা হয়েছিল পাটনায় এবং দ্বিতীয় সভা ১৭-১৮ জুলাই অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরুতে। এরই মধ্যে মণিপুর হিংসা নিয়ে সংসদে মোদি সরকারের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোট প্রথম যৌথ প্রতিবাদ করেছে এবং অনাস্থা প্রস্তাব পেশ করেছে। মোদী সরকার গণতন্ত্রের উপর আঘাত এনেছে বলে অভিযোগ করে নতুন বিরোধী জোট বেঙ্গালুরুর সভায় সংবিধানে অন্তর্ভুক্ত ভারতের ধারণাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল।  কংগ্রেসের পাশাপাশি, নতুন ভারত জোটে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, দ্ডিএমকে, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল, সমাজবাদী পার্টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও শিবসেনা-র মতো শক্তিশালী আঞ্চলিক দলগুলি রয়েছে। এই মর্মে ২০২৪ লোকসভা নির্বাচনকে ‘নরেন্দ্র মোদী বনাম ভারতের লড়াই’ বলে অভিহিত করেন রাহুল গান্ধী।