আন্দামানে ভূমিকম্প হয়েই চলেছে, ২৪ ঘণ্টায় ২৪ বার কম্পন, থামছেই না

সোমবার থেকে কেঁপেই চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। গতকাল সকাল ৬টা থেকে শুরু হয়েছে। আজ সকাল অবধি মোট ২৪ বার কম্পন অনুভূত হয়েছে আন্দামান ও নিকোবরে।

Written by SNS Andaman | July 5, 2022 12:56 pm

Earthquake. (Photo: IANS)

সোমবার থেকে কেঁপেই চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। গতকাল সকাল ৬টা থেকে শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল অবধি মোট ২৪ বার কম্পন অনুভূত হয়েছে আন্দামান ও নিকোবরে।

প্রতিবার কম্পনের পরে আফটার শকও চলছে। ক্ষয়ক্ষতি যদিও তেমন হয়নি, তবে ধারাবাহিক কম্পনে উদ্বেগ বেড়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, আজকের সবচেয়ে বড় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০।

গতকালের ধারাবাহিক কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬ থেকে ৪.৫। লাগাতার কম্পন হলেও ক্ষয়ক্ষতি তেমন বিরাট কিছু হয়নি বলেই জানা যাচ্ছে।

ভূবিজ্ঞানীরা বলছেন, এমনিতে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলেই পরিচিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ছোটখাটো কম্পন লেগেই থাকে। দিনে দু’-তিনবার ভূমিকম্প নতুন কিছু নয় সেখানে।

তবে ২৪ ঘণ্টায় ২৪ বার কম্পন এই প্রথম। প্রথম কম্পনের শক্তি ছিল রিখটার স্কেলে ৪.৬।

কয়েক মিনিট পরে হয় ৪.৫ মাত্রার একটি কম্পন। কিছু ক্ষণ বিরতি দিয়ে ফের কম্পন অনুভূত হয় আরও সাত বার। এইভাবে ধারাবাহিকভাবে কম্পন হয়েই চলে।