সম্প্রতি আসতে চলেছে তৃণা ও শন অভিনীত ওয়েব সিরিজ ‘পিলকুঞ্জ’।

Written by SNS July 28, 2023 10:45 am

কলকাতা:- সম্প্রতি প্রকাশ্যে এল পিলকুঞ্জ ওয়েব সিরিজের ফার্স্ট লুক। ছবিটি পরিচালনা করছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা করবেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালে উত্তর ভারতে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরী এই সিরিজটি। একটি ব্যাঘ্র সংরক্ষণ এলাকার সংলগ্ন ছোট্ট গ্রামে। সেখানে লাগাতার ভয়াবহ কেলেঙ্কারি ঘটে চলেছিল। প্রায়শই বাঘের হাতে নৃশংস মৃত্যু হতে থাকে গ্রামবাসীর। এই ঘটনার প্রেক্ষিতে লুকিয়ে ছিলো এক ভয়ানক ও মারাত্মক পরিকল্পনা। সেই পরিকল্পনার সত্য যাচাই করতে একজন সাংবাদিক সেখানে হাজির হন। তিনিই এই সিরিজের প্রধান চরিত্র। সিদ্ধার্থ অর্থাৎ সেই সাংবাদিক ফোটোগ্রাফারের ছদ্মবেশ ধরেন। ঘটনাচক্রে দুষ্কৃতীদের হাতে ধরা পড়েন। তাঁর পুরো জার্নির মধ্যে দিছে ছবির গল্প আবর্তিত হয়েছে।ছবিটি পুরো রহস্যে ভরা। এবং আছে অ্যাডভেঞ্চারও। সিদ্ধার্থ তাঁর জার্নিতে সঙ্গী পাবেন এক মহিলা ডাক্তারকে। বিদিতা, গ্রামের স্বাস্থ্যে কেন্দ্রের সঙ্গে যুক্ত সেই মহিলা ডাক্তার। সে হঠাৎই জড়িয়ে পড়বে সিদ্ধার্থর লড়াইয়ে। তারা দুজনে জঙ্গলের আসল রহস্য বের করতে পারে কিনা, তা নিয়ে ছবিটি। একেবারে অন্যরকম কাহিনি নিয়ে আসছে, পিলকুঞ্জ। এই ছবিটি ওটিটি- প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এই ছবিতে একাধিক সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে। সিদ্ধার্থ-র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শন ব্যানার্জীকে। এবং বিদিতা -র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তৃণা সাহাকে। রামবাবু-র চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ। সতিন্দর বুল্টি -র চরিত্রে অভিনয় করেছেন দেবতনু। ছবি প্রযোজক ঐন্দ্রিলা ব্যানার্জী। পরিচালনা, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফী, সম্পাদনা ও নেপথ্য সঙ্গীতের দায়িত্বে অর্ণব রিঙ্গো ব্যানার্জী। সাউন্ড ডিজাইন ও শব্দ বিন্যাস করছেন তীর্থঙ্কর মজুমদার। ভিসুয়াল এফেক্সের দায়িত্বে আছেন রজত দলুই। এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তৃণাকে। অভিনেত্রী তৃনাকে শেষবার গভীর জলের মাছ সিরিজে দেখা দিয়েছিল। এবার দেখা যাবে পিলকুঞ্জে। সূত্রের খবর, এই সিরিজ প্রসঙ্গে পরিচালক জানান, বাস্তব কাহিনির ওপর ভিত্তি করে এই সিরিজটি। যা তিনি তুলে ধরে চলেছেন ছবির পর্দায়।