• facebook
  • twitter
Friday, 6 December, 2024

সম্প্রতি প্রকাশ্যে এল ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবির ট্রেলার।

কলকাতা:- প্রকাশ্যে এল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গারহস্য অবলম্বনে তৈরি হল ব্যোমকেশ ও দুর্গ রহস্য। ছবিটি মুক্তি পাবে ১১ই অগস্ট। প্রকাশ্যে এলেন ব্যোমকেশ ও সত্যবতী। কিন্তু, এবার দেখা মিলল ট্রেলারের। এই উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেখানে দেখা মেলে দেব, রুক্মিণী, অম্বরিশ, অনির্বাণ, সোহিনী সরকরা, সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, গর্ভবতী সত্যবতী

কলকাতা:- প্রকাশ্যে এল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গারহস্য অবলম্বনে তৈরি হল ব্যোমকেশ ও দুর্গ রহস্য। ছবিটি মুক্তি পাবে ১১ই অগস্ট। প্রকাশ্যে এলেন ব্যোমকেশ ও সত্যবতী। কিন্তু, এবার দেখা মিলল ট্রেলারের। এই উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেখানে দেখা মেলে দেব, রুক্মিণী, অম্বরিশ, অনির্বাণ, সোহিনী সরকরা, সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, গর্ভবতী সত্যবতী তাঁর ব্যোমকেশের কাছে একটিই আবদার করছেন। যাতে সে এই সময় আর কোনও ঝুঁকি না নেন। ট্রেলারের শুরুতে তাঁদের উষ্ণ আলিঙ্গ, প্রেম আর অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। এরপরই দেখা মিলল আসল রহস্যের। ফের ঘটল খুনের ঘটনা। এরপরই শুরু রহস্যের অনুসন্ধান। ট্রেলার মুক্তির পরই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে বহুদিন ধরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। দেবকে ব্যোমকেশ বেশে দেখতে উগ্রীব সকলে। তেমনই সত্যবতীর চরিত্র রুক্মিণী কতটা সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারেন, তা দেখার অপেক্ষায় সকল ভক্তরা। তবে এবার শুধু রহস্য নয় বরং ব্যোমকেশ-সত্যবতী পরিবারে যে নতুন সদস্য আসছে তাঁর ঝলক থাকবে বিস্তর। এবার শুধু সত্যান্বেষী নয় সঙ্গে একজন দায়িত্ববান বহু বাবার চরিত্রেও দেখা যাবে ব্যোমকেশকে। ছবিটিতে দেবকে অভিনয় করতে দেখা যাবে ব্যোমকেশের চরিত্রে। তেমনই সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্ষ্মিণীকে। অন্য দিকে, অজিতের চরিত্রে দেখা যাবে অম্বরিশ ভট্টাচার্যকে। এর আগে আবির থেকে অনির্বাণ একাধিক তারকাকে দেখা গিয়েছে ব্যোমকেশ হিসেবে। সত্যবতী চরিত্রে সোহিনী সরকার দশকের নজর কেড়েছিল। এবার সেই চরিত্রে দেখা যাবে দেব ও রুক্মিণীকে। রিয়েল লাইফ কাপেল দেব রুক্ষ্মিণীর অনস্ক্রিন কেমিস্ট্রি এর আগে দেখেছেন দর্শকেরা। পোস্টার থেকে ট্রেলার সবই মন কেড়েছে দর্শকদের। তবে, ছবিটি কতটা দর্শক মনে স্থান পায় এখন তাই দেখার। ১১ অগস্ট মুক্তি পাবে দেব- রুক্মিণী অভিনীত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গারহস্য অবলম্বনে তৈরি ব্যোমকেশ ও দুর্গ রহস্য। অপেক্ষা শুধুই ছবি মুক্তির। এই উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন ছবির সকল তারকা।