• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

সম্প্রতি মুক্তি পেল আরিয়া ৩ এর ট্রেলার।

মুম্বাই:- সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়া ৩ এর ট্রেলার। রাম মাধবনী পরিচালিত এই ক্রাইম ড্রামায় আবারও চেনা রূপে ফিরলেন সুস্মিতা সেন। গ্যাংস্টারদের হাত থেকে তাঁর তিন সন্তানকে রক্ষা করার জন্য রুদ্রমূর্তি ধারণ করলেন। শুধুই কি তাই এবার তিনি নিজেও একজন গ্যাংস্টার হয়ে ধরা দিলেন, গর্জে উঠলেন তাঁর পুরনো এবং নতুন শত্রুদের বিরুদ্ধে। সূত্রের খবর, জানা গিয়েছে,

মুম্বাই:- সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়া ৩ এর ট্রেলার। রাম মাধবনী পরিচালিত এই ক্রাইম ড্রামায় আবারও চেনা রূপে ফিরলেন সুস্মিতা সেন। গ্যাংস্টারদের হাত থেকে তাঁর তিন সন্তানকে রক্ষা করার জন্য রুদ্রমূর্তি ধারণ করলেন। শুধুই কি তাই এবার তিনি নিজেও একজন গ্যাংস্টার হয়ে ধরা দিলেন, গর্জে উঠলেন তাঁর পুরনো এবং নতুন শত্রুদের বিরুদ্ধে। সূত্রের খবর, জানা গিয়েছে, বাড়ি ছেড়ে একটি দুর্গে থাকছে এখন আরিয়া। তাঁর পরিবারের যে মাদক ব্যবসা ছিল সেই চোরাচালানে এবার সামিল হয়ে যায় সে নিজেও। জোর করে একটি আফিম চাষের জমি নিজের নামে লিখিয়ে নেয়। জমির মালিকের রক্ত দিয়ে সই করায় সেই কাগজে। জানা গিয়েছে, এই সিরিজের ট্রেলারে সুস্মিতাকে নেপথ্যে শোনা যায় যে যেই মাথায় তাজ পরে সেই অনেকের টার্গেট হয়ে যায়। সে এই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতেই তার শত্রু সংখ্যা আরও বেড়ে যায়। এমনকি উদয়বীরের জামাই সুরজ অর্থাৎ ইন্দ্রনীল সেনগুপ্তকেও আরিয়ার শত্রু হয়ে উঠতে দেখা যায়। ইল্লা অরুণ যে চরিত্রে অভিনয় করেছেন সেটাও যে আরিয়ার শত্রু সেটা তাঁর কথা থেকেও স্পষ্ট। এছাড়া এসিপি খান এবং রাশিয়ানরা তো আছেই। কিন্তু যতই এত শত্রু থাক আরিয়া কিন্তু মোটেই ভয় পাওয়ার পাত্রী নয়। সে এই ছবিতে সুস্মিতা সেন ছাড়াও গীতাঞ্জলি কুলকার্নি, মায়া সারাও প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা আছেন। আগামী মাসে অর্থাৎ নভেম্বরের ৩ তারিখ থেকে এই সিরিজের স্ট্রিমিং শুরু হবে। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই সিরিজটি।