রবিবার সন্ধ্যায় অভিনেতা ও সেই সঙ্গে ইউটিউবার রাহুল ভােরার মৃত্যু হয় দিল্লিতে। তিনি মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসােদিয়াকে উল্লেখ করে সাহায্যের আর্জি জানিয়েছিলেন।
তিনি পােস্টে লিখেছিলেন, ‘আমি যদি ভালাে চিকিৎসা পরিষেবা পেতাম, তাহলে হয়তাে বেঁচে ফিরতে পারতাম। তবে খুব শীঘ্রই জন্ম নেব। খুব ভালাে ভালাে কাজ করব। এখন যেন আর সাহস নেই আমার।
Advertisement
এই পােস্টের কয়েক ঘণ্টার মধ্যেই রাহুল্ল মারা যান। রাহুলের মৃত্যুর পর সেই পােস্ট ভাইরাল হয়ে যায়। টেলি অভিনেত্রী কিশ্বর মার্চেন্ট এই মৃত্যুতে দুঃখ পেয়েছেন। তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই খবর যদি সােনু সুদের কাছে যেত, তাহলে হয়তাে পরিস্থিতি অন্যরকম হত।
Advertisement
Advertisement



