চতুর্থ দিনেও বাড়ল পেট্রোল ডিজেলের দাম

চলতি বছরের গােড়া থেকেই পেট্রোল ও ডিজেলের দাম ক্রমবর্ধমান তার আগে এক মাস পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। কয়েকদিন আগে রান্নার গ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে।

Written by SNS Delhi | February 13, 2021 12:11 pm

প্রতীকী ছবি (File Photo: IANS)

টানা চতুর্থ দিনেও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, তেল সরবরাহকারী কোম্পানিগুলাের হিসেবে পেশে যা সর্বোচ্চ বলে জানানো হয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে ৮৮.১৪ টাকা।

একদিন আগে পেট্রোলের লিটার প্রতি দাম ছিল ৮৭.৮৫ টাকা। ডিজেলের লিটার প্রতি দাম ৩৫ পয়সা বেড়ে নতুন দাম হয়েছে ৭৮.৩৮ টাকা। একদিন আগে ডিজেলের লিটার প্রতি দাম ছিল ৭৭.০৩ টাকা।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানাে হয়েছে, দেশের চারটি মেট্রো শহরে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম সর্বোচ্চ, এর আগে এত টাকা দাম বাড়েনি। উল্লেখ্য, চারটি মেট্রো শহরের মধ্যে মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম সব থেকে বেশি। দেশের তেল কোম্পানিগুলো চতুর্থ দিনেও ৩০ পয়সা করে দাম বৃদ্ধি করেছে।

চলতি বছরের গােড়া থেকেই পেট্রোল ও ডিজেলের দাম ক্রমবর্ধমান তার আগে এক মাস পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। কয়েকদিন আগে রান্নার গ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশােধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ফের দেশের অয়েল মার্কেটিং কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম ও দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার চতুর্থ দিনেও বৃদ্ধি করল।