এ বছর আগেই আসবে বর্ষা

নির্ধারিত সময়ের আগেই দেশে ঢুকবে বর্ষা। এমনটাই জানানো হয়েছে মৌসম ভবনের তরফে। কারণ দোরগোড়ায় কড়া নাড়ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ১৫ মে’র মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশে ঢুকতে পারে।

এ বছর মার্চের শুরু থেকেই দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রার পারদ হু হু করে চড়েছে। কোনও কোনও রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


প্রায় দু’মাস ধরে টানা হাঁসফাঁস গরমে যখন গোটা দেশে নাভিশ্বাস উঠছে সেই সময় বর্ষা এগিয়ে আসার খবর অনেকটাই স্বস্তির।

আর্থ সায়েন্সেস-এর প্রাক্তন সচিব এম রাজীবন নায়ার জানান, সাধারণত ১৯-২০ মে-তে আন্দামান এবং নিকোবরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢোকে।

এ বছর অন্ততপক্ষে এক সপ্তাহ আগে ঢুকে পড়ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।