রিপাব্লিক টিভির এডিটর অর্ণব গােস্বামীর গ্রেফতারির ঘটনায় মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তােপ দাগলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। একটি ভিডিও বার্তায় উদ্ধব ঠাকরের সরকারের প্রতি বিষােদগার করেছে তিনি।
ভিডিও প্রকাশ করে কঙ্গনার তােপ- গায়ের জোরে কতজনের মুখ বন্ধ করে রাখবেন? কতজনকে জেলে পুরবেন? আজ সকালে রিপাব্লিক টিভির এভিটর অর্ণব গােস্বামীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
Advertisement
অর্ণবের অভিযােগ, তাকে হেনস্থা করেছে পুলিশ। তার পরিবারের লােকজনের সঙ্গেও অভব্য ব্যবহার করা হয়েছে বলেও অভিযােগ করেছেন এই সাংবাদিক।
Advertisement
জানা গিয়েছে ২০১৮ সালে ইন্টেরিয়র ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের আত্মহত্যার ঘটনায় আটক করা হয়েছে অর্ণব গােস্বামীকে। মুম্বই পুলিশ ও রায়গড় থানার যৌথ বাহিনী আজ সকালে অর্ণবকে গ্রেফতার করে।
Advertisement



