• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লকডাউন নয়, সচেতনতায় গুরুত্ব

মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি জানিয়েছেন, করােনার দ্বিতীয় পর্বে আশঙ্কা বাড়লেও ভয়ের কারণ নেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo:SNS)

মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি জানিয়েছেন, করােনার দ্বিতীয় পর্বে আশঙ্কা বাড়লেও ভয়ের কারণ নেই। দেশজুড়ে লকডাউন আপাতত করা হচ্ছে না। সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে নাগরিক সচেতনতার উপর।

ভ্যাকসিন ও অক্সিজেন সিলিন্ডারের যাতে কোনও অভাব না দেখা দেয়, তার জন্য সরকারি বেসরকারি উদ্যোগগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের রাজ্য ছেড়ে অন্যত্র না যাওয়ার পরামর্শ দিয়েছেন মােদি।

Advertisement

সকলকেই ভ্যাকসিনের আওতায় আনতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement