• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

ন্যাশনাল মেডিক্যালে আগুন, দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

মঙ্গলবার দুপুরে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের ওপিডিতে আগুন লাগল। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ।

মঙ্গলবার দুপুরে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের ওপিডিতে আগুন লাগল। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতিও তেমন হয়নি বলে জানা গিয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়।

মঙ্গলবার দুপুরে ন্যাশনাল মেডিক্যাল কলেজের বহির্বিভাগে অনেক রোগী ও তাঁদের পরিজনরা উপস্থিত ছিলেন । সেই সময় চক্ষু বিভাগের তিন তলার ওপিডিতে আগুন লেগে যায়। এর জেরে রোগী ও পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দলকলের তিনটি ইঞ্জিন। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক অনুমান, বৈদ্যুতিন কোনও যন্ত্র থেকে আগুন লেগে থাকতে পারে। শর্ট সার্কিটের জেরে আগুনের ফুলকি লেগে চারপাশে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ব্যস্ত সময়ে হাসপাতালে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী সহ তাঁদের পরিজনরা। চক্ষু বিভাগের বাইরে অপেক্ষায় থাকা রোগীর পরিজনরাও ভয় পেয়ে যান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।