• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নাম বাদ গেলে কৈফিয়ত দেবে না কমিশন

হলফনামায় কমিশন দাবি করেছে, কাউকে না জানিয়ে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে না। যদি মধ্যে যাতে কোনও সংশয় না থাকে তা দেখবে কমিশন।

প্রতীকী চিত্র

ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। এই আবহে নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না, সেই বাদ পড়া তালিকা আলাদা করে প্রকাশ করা হবে না। কেন নাম বাদ পড়েছে সে ব্যাপারেও কোনও কৈফিয়ত দেবে না কমিশন। তালিকায় যাঁদের নাম থাকবে না তাঁদের কাছে আলাদা করে নোটিশ যাবে কমিশনের পক্ষ থেকে।

শনিবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন এই ধরনের নানা তথ্য জানিয়েছে। সংশোধিত তালিকায় প্রায় ৬৫ লক্ষের বেশি নাম বাদ পড়লেও বিহারে এখন মোট ৭.২৪ কোটি ভোটার রয়েছেন বলে হলফনামায় জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, অনেকেই প্রয়াত, বাকিরা এখন আর বিহারের বাসিন্দা নন।

Advertisement

শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চে এসআইআর নিয়ে মামলার শুনানি চলছে। যদিও নির্বাচন আগেই কমিশন জানিয়েছিল, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যদি কারও নাম না থাকে কিংবা যদি এমন কোনও নাম থাকে যা থাকার কথা নয় তাহলে আবেদন করে নির্বাচন কমিশনকে জানালে আগামী দিনে সংশোধন করা হবে। গত ১ আগস্ট থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এই সংশোধনের কাজ চলবে।

Advertisement

অন্যদিকে, হলফনামায় কমিশন দাবি করেছে, কাউকে না জানিয়ে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে না। যদি মধ্যে যাতে কোনও সংশয় না থাকে তা দেখবে নির্বাচন কমিশন। যাতে সবাই নথি সংগ্রহ করতে পারে সেজন্য উপযুক্ত সময় দেবে নির্বাচন কমিশন।

তবে বিরোধী শিবিরের পক্ষ থেকে এসআইআর নিয়ে এনডিএকে লাগাতার আক্রমণ করা হয়েছে। এবারের বাদল অধিবেশনেও এসআইআর নিয়ে বিরোধীদের চাপে নাজেহাল কেন্দ্র। লোকসভার বিরোধী দলনেতা কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছেন। পাশাপাশি, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও মন্তব্য করেছেন, বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। কিছুদিন আগে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট চুরিরও অভিযোগ তুলেছিলেন। এবার বিরোধীরা বলছে, ভোটার তালিকায় কারচুপি করে জিতেছে বিজেপি।

Advertisement