বদলে গেল ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন।

Written by SNS August 1, 2023 10:32 am

ভারত:- ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল করা হল। সূত্রের খবর, বিসিসিআই সূত্রে জানা গিয়েছে আরও কয়েকটি ম্যাচের দিনও বদলে যেতে পারে। নবরাত্রির কারণে ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদলে গেল। একদিন এগিয়ে আনা হল ম্যাচ। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৪ অক্টোবর হবে ভারত-পাকিস্তান লড়াই। আরও কয়েকটি ম্যাচের সূচিতেও বদল আনা হতে পারে বলে জানা গিয়েছে। ১৫ অক্টোবর নবরাত্রির প্রথম দিন। সেদিন আমেদাবাদে উৎসবের আবহে ভারত-পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে যেত। নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হতে পারত। সে কথা মাথায় রেখেই ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল করা হল। ম্যাচ একদিন এগিয়ে আসায় খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করছেন বিসিসিআই ও আইসিসি কর্তারা। সূত্রের খবর, কিছুদিন আগেই বিসিসিআই সচিব জয় শাহ জানান, ৩টি দেশের ক্রিকেট বোর্ড আইসিসি-কে চিঠি দিয়ে ওডিআই বিশ্বকাপের সূচি বদল করার অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ মেনেই বিশ্বকাপের সূচিতে বদল আনা হচ্ছে। বিসিসিআই সচিব আরও জানান, ম্যাচগুলির মধ্যে ব্যবধান কমিয়ে ৪-৫ দিনে নিয়ে আসার জন্য ম্যাচের তারিখ ও সময় অদল-বদল করা হচ্ছে। যে স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল সেখানেই হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরু থেকেই আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলতে আপত্তি জানাচ্ছিল। তবে সেই আপত্তি গুরুত্ব পায়নি। আমেদাবাদেই হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আমেদাবাদের পুলিশের পক্ষ থেকে ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আপত্তির কথা জানানো হয়। নবরাত্রি শুরুর দিন ভারত-পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় পুলিশ। ভারত-পাকিস্তান ম্যাচে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই ও আইসিসি। সেই কারণেই ম্যাচ একদিন এগিয়ে আনা হল। ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। এই টুর্নামেন্টে ২ দল মুখোমুখি হয়েছে ৭ বার। প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপেও পাকিস্তানকে সহজেই হারিয়ে দেন বিরাট কোহলিরা। ১৯৯৬ ও ২০১১ সালের ওডিআই বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছিল ভারত। ফলে এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।