রাফায়েল ও রাহুলের আদালত অবমাননার মামলার দিন বদলে ক্ষুব্ধ প্রধান বিচারপতি

রাহুল গান্ধির বিরুদ্ধে অবমাননা সংক্রান্ত আবেদন ও রাফায়েল যুদ্ধবিমান মামলায় রায় পুনর্বিবেচনা করার আবেদনের শুনানি কেন আলাদা দিনে করা হবে তা ভেবে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ‘কিংকর্তব্যবিমূঢ়’। শীর্ষ কোর্টের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল ওই দুটি আবেদনের শুনানি একই দিনে হবে।

Written by SNS New Delhi | May 8, 2019 8:48 am

রাহুল গান্ধী (Photo: IANS/AICC)

রাহুল গান্ধির বিরুদ্ধে অবমাননা সংক্রান্ত আবেদন ও রাফায়েল যুদ্ধবিমান মামলায় রায় পুনর্বিবেচনা করার আবেদনের শুনানি কেন আলাদা দিনে করা হবে তা ভেবে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ‘কিংকর্তব্যবিমূঢ়’। শীর্ষ কোর্টের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল ওই দুটি আবেদনের শুনানি একই দিনে হবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে ফরাসি যুদ্ধবিমান সংস্থা দ্যসল্টের চুক্তি নিয়ে কংগ্রেসের আবেদনের শুনানি করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সেটি পুর্নবিবেচনা করে দেখা ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে অবমাননা সংক্রান্ত আবেদনের শুনানি করতে হবে।

৩০ এপ্রিল, সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে স্পষ্ট করে বলা হয়েছিল, রাফায়েল যুদ্ধবিমান মামলায় রায় পুনর্বিবেচনা ও রাহুল গান্ধির বিরুদ্ধে অবমাননা সংক্রান্ত আবেদনের শুনানি সােমবার করা হবে। পরে শীর্ষ আদালতের নিজস্ব ওয়েবসাইটে রাফায়েল যুদ্ধবিমান মামলায় রায় পুনর্বিবেচনা ১০ মে করা হবে। তারপর বেঞ্চের তরফে রাফায়েল যুদ্ধবিমান মামলায় রায় পুনর্বিবেচনা ও রাহুল গান্ধির বিরুদ্ধে অবমাননা সংক্রান্ত আবেদনের শুনানি ওই একদিনে করা হবে। ১৩ অরিখ থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি প্রধানমন্ত্রী মােদিকে ‘চৌকিদার চোর হ্যায়’ বলে মন্তব্য করেছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বাধীন বেঞ্চের তরফে বলা হয়, ‘১৪ ডিসেম্বর বেঞ্চের রায় পুনর্বিবেচনা করে দেখার জন্য আবেদন করা হয়েছে। আগামি ১০ মে শুনানি করা হবে’। পাশাপাশি বেঞ্চের তরফে বিস্ময় প্রকাশ করে বলা হয়, রায় পুনর্বিবেচনা করে দেখার আবেদন ও রাহুল গান্ধির বিরুদ্ধে অবমাননা সংক্রান্ত আবেদনের শুনানি ভিন্ন দিনে করার আবেদন কিভবে করা হয়, যেখানে আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল রায় পুনর্বিবেচনা করে দেখার আবেদন ও রাহুল গান্ধির বিরুদ্ধে অবমাননা সংক্রান্ত আবেদনের শুনানি একইদিনে করা হবে।

প্রধানমন্ত্রী মােদির কঠোর সমালােচনা করতে গিয়ে রাহুল গান্ধি ঘৃণাসূচক মন্তব্য করে বলেছিলেন ‘চৌকিদার চোপ হ্যায়’- তাঁর এই মন্তব্যকে ভুল বলে আদালত ঘােষণা করে। তাঁর প্রেক্ষিতে রাহুলকে আরও একটি হলফনামা পেশ করার সুযােগ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল, ‘রাহুল গান্ধি ভুল মন্তব্য করেছে’। রাহুল গান্ধিও তাঁর ভুল স্বীকার করে আবেদন করেছেন।