• facebook
  • twitter
Friday, 13 December, 2024

রাজ্যে আরও কিছুদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ কলকাতা হাই কোর্টের।

কলকাতা:- পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, তাও পঞ্চায়েত নির্বাচনে বলি হয়েছেন কমপক্ষে ৫০ জন। এখনও ভোট পরবর্তী হিংসা চলছে রাজ্যের বহু জায়গায়। এরই  মধ্যে বাহিনী নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচরপতির

কলকাতা:- পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, তাও পঞ্চায়েত নির্বাচনে বলি হয়েছেন কমপক্ষে ৫০ জন। এখনও ভোট পরবর্তী হিংসা চলছে রাজ্যের বহু জায়গায়। এরই  মধ্যে বাহিনী নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচরপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, মামলাকারী বিজেপির অভিযোগ ছিল, এখনও ভোট পরবর্তী হিংসা চলছে রাজ্যের বহু জায়গায়। তাই আরও একমাস রাজ্যে রাখা হোক কেন্দ্রীয় বাহিনী। এদিকে রাজ্যে আরও একমাস বাহিনী রাখা সম্ভব কিনা, তা কেন্দ্রের কাছ থেকে জানতে চেয়েছিল উচ্চ আদালত। সূত্রের খবর, কেন্দ্র জানিয়েছিল, আরও ১০ দিন রাজ্যে বাহিনী রাখা যেতে পারে। কেন্দ্রের সেই জবাবেবর প্রেক্ষিতেই হাই কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, বাংলায় আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোথাও কোনও অশান্তি হলে অবিলম্বে বাহিনী পাঠাতে হবে বলেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। উল্লেখ্য, শুধু নির্বাচনের দিনেই নয়, গণনার দিনেও বহু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। এমনকী পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরেও ভোট পরবর্তী হিংসা এখনও চলছে। এই আবহে রাজ্যে আরও ১ মাস কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন জানিয়ে মামলার আবেদন করেছিল বিজেপি। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর আরও ১০ দিনের জন্য বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এই আবহে বিরোধী দল বিজেপি অভিযোগ করে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে সন্ত্রাস আরও বৃদ্ধি পেতে পারে। তাই তারা আদালতের দ্বারস্থ হয়ে দাবি জানায়, আরও একমাসের জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। ওই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে শুনানি হয়। সূত্রের খবর, উচ্চ আদালত জানায়, ভোট গণনার ১০ দিনের পরও যদি রাজ্যে বাহিনী মোতায়েন রাখতে হয়, তাহলে কেন্দ্রের মতামত নিতে হবে। কেন্দ্র উচ্চ আদালতকে সেই পরিপ্রেক্ষিতে জানায়, রাজ্যে আরও দশ দিনের জন্য বাহিনী রাখতে পারে তারা। আগামী ১০ দিন রাজ্যে বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়ে দিল উচ্চ আদালত। শুধু তাই নয়, কোথাও অশান্তি হলে অবিলম্বে সেই স্থানে বাহিনীর জওয়ানদের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে।