৫ হাজার কোটির মালিক বিজেপি, অনেকখানি পিছিয়ে তৃতীয় স্থানে কংগ্রেস

bjp

আর্থিকভাবে বিজেপি অনেক এগিয়ে। বলতে গেলে দেশের মধ্যে সবচেয়ে ধনী দল বিজেপি। শুধু ধনী নয়, অন্য রাজনৈতিক দলগুলির চেয়ে আর্থিক দিক দিয়ে অনেকখানি এগিয়ে বিজেপি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর-এর দেওয়া তথ্য, এমনটাই বলছে।

দু’বছর আগের হিসেবেও বিজেপির মোট সম্পত্তির পরিমাণ অন্য বিরোধী দলগুলির থেকে অনেক অনেক বেশি। বাকি দুটি জাতীয় দলের মিলিত সম্পত্তি বিজেপির ধারেকাছে নেই। এডিআর-এর রিপোর্টে ধরা পড়েছে।

২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির সম্পত্তির পরিমাণ ছিল ৪ হাজার ৮৪৭,৭৮০ কোটি টাকা। অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে বহুজন সমাজপার্টি। তাঁদের সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩০ কোটি।


প্রকৃত অর্থে সর্বভারতীয় দল হিসেবে নিজেদের দাবি করা কংগ্রেসের ভাঁড়ে মা ভবানী। সম্পত্তির নিরিখে নেমে এসেছে তৃতীয় স্থানে বিএসপিরও পরে। ২০১৯-২০ অর্থবর্ষে কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ছিল ৫৮৮.৫১৯ কোটি টাকা।

অন্য সর্বভারতীয় দলের মধ্যে সিপিএমের সম্পত্তির পরিমাণ ৫৯৬,৫১৯ কোটি টাকা। এ রাজ্যের শাসক দল তৃণমূলের মোট সম্পত্তির পরিমাণ ২৪৭,৭৮৯ কোটি টাকা।