নেই দোভাষী, তেলেঙ্গানায় যোগির হিন্দি শুনে সভা ছাড়লেন অনেকে

নেই দোভাষী, তেলেঙ্গানায় যোগির হিন্দি শুনে সভা ছাড়লেন অনেকে

Written by SNS Hyderabad | April 9, 2019 9:50 am

যোগী আদিত্যনাথ (Photo: IANS)

কট্টর হিন্দিভাষী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনী প্রচারে তেলেঙ্গানা তো পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেখানে দোভাষীর কোন ব্যবস্থা না থাকায় চূড়ান্ত বিভ্রান্তির সৃষ্টি হয়।যোগি বক্তব্য রাখতে শুরু করলে তাঁর কথা এক বর্ণও বুঝতে না পেরে সভাস্থল ছেড়ে চলে যান বেশিরভাগই।কার্যত ফাঁকা মাঠেই বক্তৃতা শেষ করতে হয় তাঁকে।

রবিবার তেলেঙ্গানার কামারেড্ডি জেলার ইয়ালারেড্ডিতে নির্বাচনী প্রচারে যান যোগী আদিত্যনাথ।স্থানীয় বিজেপি নেতাদের উদ্যোগে সভায় ভীড়ও ভালই হয়েছিল।এদের বেশিরভাগই ছিলেন তেলুগুভাষী গ্রামীণ মহিলা। যাঁরা হিন্দি কিছুই বোঝেন না।কিন্তু আদিত্যনাথের জন্য কোন দোভাষীর ব্যবস্থা করা হয়নি।তাই যোগির হিন্দি ভাষণের মাথামুণ্ডু বুঝতে না পেরে সভা ছেড়ে চলে যান অনেকেই।প্রশ্ন তোলেন,কথা যদি বোঝানো যায়, তবে যোগীকে নিয়ে আসাই বা কেন?