• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুম্বইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কিশোরের মৃত্যু

উত্তরপ্রদেশে বাজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৫টিরও বেশি দোকান পুড়ে ছাই

দীপাবলির আনন্দের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা বাণিজ্য নগরী মুম্বইয়ে। সোমবার মুম্বইয়ের কুফে প্যারেড চউলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয় এক কিশোরের। গুরুতর জখম আরও ৩ জন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। বিস্তারিত তদন্ত চলছে।সোমবার ভোর ৪টে ১৫মিনিট নাগাদ ক্যাপ্টেন প্রকাশ পেঠে মার্গে শিবশক্তি নগরের একটি বাড়ির একতলায় আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ। অগ্নিদগ্ধ হয়ে যশ বিত্তল খোট নামে ১৫ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। বিরাজ খোট, সংগ্রাম কুরনে এবং দেবেন্দ্র চৌধুরি নামে ৩ জন গুরুতর আহত হয়েছেন। সেন্ট জর্জ’স হাসপাতালে সকলকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা যশকে মৃত ঘোষণা করেন। বর্তমানে বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় আধঘণ্টার চেষ্টায় ভোর ৪ টে ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, বিধ্বংসী আগুনে বাড়ির ইলেকট্রিক লাইন, তিনটি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং কিছু ইলেকট্রনিক্স জিনিস পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন লাগার সঠিক কারণ কী তা তদন্ত করে দেখছে পুলিশ। 

Advertisement

এদিকে, দীপাবলির আগেই উত্তরপ্রদেশে বাজি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৫টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। উত্তরপ্রদেশের ফতেহপুরে এমজি কলেজ মাঠে একটি অস্থায়ী বাজি বাজারে আগুন লাগে।  বেশ কয়েকটি বাইকও পুড়ে গিয়েছে বলে খবর।  পুলিশ জানিয়েছে, কয়েক কোটি টাকার বাজি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফতেহপুরের চিফ ফায়ার অফিসার জয়বীর সিং জানিয়েছেন, মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে পুরো বাজার আগুনের গ্রাসে চলে যায়।  কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, দীপাবলির সকালে তামিলনাড়ুর আবাসিক এলাকার একটি পুরনো কাগজের গুদামে আচমকা আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলকর্মীদের যুদ্ধকালীন প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। 

Advertisement