• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

উত্তরপ্রদেশে ফের নাবালিকা ধর্ষণ

ভিন্ন ধর্মের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে

প্রতীকী চিত্র

যোগীরাজ্যে ধর্ষণের শিকার ১৭ বছর বয়সি এক কিশোরী। এবারের ঘটনা উত্তরপ্রদেশের বালিয়ায়। ভিন্ন ধর্মের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কিশোরের বয়স ১৬। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। ঘটনাটি ঘটেছিল গত ১১ অক্টোবর। বুধবার পুলিশ এই তথ্য জানিয়েছে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে কোচিং ক্লাসে যাচ্ছিল। সেই সময় কিশোরীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তও কিশোরীর সঙ্গে একই কোচিং ইনস্টিটিউটে পড়ত। তাই সে জানত কখন কিশোরী বাড়ি থেকে বেরোয়, কোন পথ দিয়ে পড়তে যায়। মেয়েটি বাড়ি থেকে বের হলে তাঁকে অপহরণ করে ওই কিশোর। মেয়েটিকে ধর্মান্তরিত করার চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের।

Advertisement

বাইরিয়ার ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) মহম্মদ ফাহিম কুরেশি জানিয়েছেন, মেয়েটির ঠাকুমার অভিযোগের ভিত্তিতে রবিবার ওই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ডিএসপি কুরেশি জানিয়েছেন, নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে, মেয়েটিকে ধর্মান্তরিত করার চেষ্টা করে কিশোর। মঙ্গলবার দেবরাজ ব্রহ্ম মোড় থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ। কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে প্রশাসন।

Advertisement

Advertisement