বদলির পর এবার বেতন বন্ধ, অথৈ জলে টিসিএসের কর্মীরা 

Written by SNS January 2, 2024 5:45 pm

দিল্লি, ২ জানুয়ারি–  মাস দুয়েক আগেই আচমকা একগুচ্ছ কর্মীকে বদলির নোটিস দেওয়া হয়েছিল৷ অগ্রণী তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএসের সেই সিদ্ধান্তে বিতর্ক শুরু হয়েছিল গোটা দেশ জুড়ে৷ এবার সেই সংস্থাই শতাধিক কর্মীর বেতন বন্ধ করে দিল আচমকা৷ বেতন বন্ধের এই ইসু্যতে প্রতিবাদ জানাচ্ছে কর্মী সংগঠনগুলি৷ এইভাবে বেতন বন্ধ করে দেওয়া হলে কর্মীরা কতটা সমস্যায় পড়তে পারে, তাঁদের পরিবার কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সে ব্যাপারে প্রশ্ন তুলেছে কর্মী সংগঠন৷ তবে টিসিএস-এর তরফে এই বিষয়ে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি৷
তথ্য ও প্রযুক্তি কর্মীদের সংগঠন ‘ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট’-এর তরফে দাবি করা হয়েছে, অবৈধভাবেভাবে কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে৷ জোর করে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল৷ তা মানতে না চাওয়ায়, বেতন বন্ধ করে দেওয়া হয়েছে ৯০০ কর্মীর৷ সংগঠনের দাবি, সংস্থা চাপ দিচ্ছে যাতে কর্মীরা বদলির নির্দেশ মেনে নেন অথবা চাকরি ছেডে় দেন৷ এর ফলে কর্মীদের পরিবারের ওপর প্রভাব পড়ছে, মানসিক চাপ বাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে৷ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর তরফে বেশ কয়েকজন কর্মীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ অনেকেই জানিয়েছেন, যে জায়গায় বদলির নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেখানে কোনও প্রজেক্টই নেই৷ কেউ কেউ জানিয়েছেন, ডিসেম্বর মাসে তাঁদের মাত্র ৬০০০ টাকা করে দেওয়া হয়েছে৷ তাঁরা সংস্থার পোর্টালে একটি টাইম শিট পূরণ করতে পারেননি৷ ওই পোর্টাল আর ব্যবহার করতে পারছেন না বলেও দাবি ওই কর্মীদের৷