বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে তাজমহল। এই হুমকি মেল পাওয়ার পরেই তাজমহল প্রাঙ্গণে হাই অ্যালার্ট জারি করা হয়। ৩ ঘণ্টা ধরে তল্লাশি চালান সিআইএসএফ জওয়ান থেকে শুরু করে পুলিশ, বম্ব ও ডগ স্কোয়্যাগ, পর্যটক পুলিশ ও এএসআইয়ের সদস্যরা। তবে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি।
শনিবার সকাল ৭টা নাগাদ উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ এবং দিল্লি পুলিশের কাছে সাব্বাকু শঙ্কর নামের একটি মেল আইডি থেকে হুমকি মেলটি পাঠানো হয়। সেখানে দাবি করা হয়, বিকেল সাড়ে তিনটে নাগাদ আরডিএক্স দিয়ে তাজমহল উড়িয়ে দেওয়া হবে। তদন্তে নেমে জানা যায়, কেরল থেকে মেলটি পাঠানো হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) সিটি সোনম কুমার বলেন, ‘যে ইমেলটি কেরল থেকে এসেছিল সেটি ভুয়ো৷ তদন্তের জন্য সাইবার সেলে এর একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’
উল্লেখ্য, হুমকি মেল পাওয়ার পর শনিবার দুপুর ১টা থেকে তাজমহলে প্রবেশের সমস্ত গেটে নজরদারি বাড়ানো হয়। প্রতিটি পর্যটককে তল্লাশি করা হয়৷ সিসিটিভির মাধ্যমে চলে কড়া নজরদারি। বিকেল ৪টে পর্যন্ত তাজমহল চত্বরে, স্মৃতিসৌধের উপরদিক থেকে শুরু করে কমপ্লেক্স, বাগান এবং করিডোরে তল্লাশি চালানো হয়।