• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

এবার কৃষ্ণনগরে মোটরসাইকেলই নয়, সুজুকির আনুষাঙ্গিক পোশাক এবং পন্যদব্যও

কৃষ্ণনগর, ১৮ জানুয়ারি-– ভারতের বিভিন্ন রাজ্যে সুজুকির মোটরসাইকেলের কদর বেশ ভালো৷ সেই কদর এবার পশ্চিমবঙ্গেও পেতে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এসএমআইপিএল), সুজুকি মোটর কর্পোরেশনের টু-হুইলার সহায়ক সংস্থা, কৃষ্ণনগরে তাদের নতুন সহযোগী এমএস সুজুকি উদ্বোধন করল৷ শুধু মোটরসাইকেল বিক্রিই নয় এখানে গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনীয়তার খেয়াল রেখে বিক্রয়োত্তর বিভিন্ন পরিষেবা প্রদানেও  সর্বোচ্চ মান বজায় রাখতে পরিকাঠামোতে

কৃষ্ণনগর, ১৮ জানুয়ারি-– ভারতের বিভিন্ন রাজ্যে সুজুকির মোটরসাইকেলের কদর বেশ ভালো৷ সেই কদর এবার পশ্চিমবঙ্গেও পেতে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এসএমআইপিএল), সুজুকি মোটর কর্পোরেশনের টু-হুইলার সহায়ক সংস্থা, কৃষ্ণনগরে তাদের নতুন সহযোগী এমএস সুজুকি উদ্বোধন করল৷
শুধু মোটরসাইকেল বিক্রিই নয় এখানে গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনীয়তার খেয়াল রেখে বিক্রয়োত্তর বিভিন্ন পরিষেবা প্রদানেও  সর্বোচ্চ মান বজায় রাখতে পরিকাঠামোতে এনেছে নানান পরিবর্তন৷
কৃষ্ণনগরে সুজুকি পরিবারের নতুন সদস্যকেকে স্বাগত জানিয়ে, মিস্টার মিৎসুমোটো ওয়াটাবে, অপারেশন ম্যানেজার, বিক্রয় ও বিক্রয়োত্তর, সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে আমাদের নতুন ডিলারশিপের উদ্বোধন, শুধুমাত্র শহরের আমাদের গ্রাহকদের কাছাকাছি আসার জন্য নয়, সুজুকির গ্রাহক অভিজ্ঞতার উচ্চ মানের প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টাকে চিহ্নিত করে৷ ব্র্যান্ড সুজুকিতে আস্থা রাখার জন্য আমরা আমাদের নতুন ডিলারশিপ, মেসার্স এজেন্সি এলএলপি-এর প্রবর্তকদের প্রতি কৃতজ্ঞতা জানাই৷
এমএস সুজুকি সুজুকির ডোমেস্টিক স্কুটার এবং মোটরসাইকেলের একটি সম্পূর্ণ রেঞ্জ অফার করে৷ এর মধ্যে রয়েছে সুজুকি এভেনিস, এক্সেস, বার্গম্যান স্ট্রিট, বার্গম্যান ইএক্স, ভি-স্ট্রোম এসএক্স, গিক্সার এসএফ ২৫০, গিক্সার ২৫০, গিক্সার এসএফ এবং গিক্সার৷ উপরন্ত্ত, এখানে কোম্পানির সঙ্গে যুক্ত আনুষাঙ্গিক পোশাক এবং পন্যদব্যও সরবরাহ করবে৷