সুপ্রিম কোর্টে রাফায়েল মামলার ফের শুনানি বুধবার

প্রাক্তন কেন্দ্রীও মন্ত্রী যশবন্ত সিনহা, অরুন শৌরি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ এবং আম আদমি পার্টির সংসদ সঞ্জয় সিং সুপ্রিম কোর্টে আবেদনে আগামী বুধবার রাফায়েল মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Written by SNS March 3, 2019 9:05 am

রাফায়েল যুদ্ধবিমান (Photo: iStock)

দিল্লি, ২ মার্চ- আগামী বুধবার রাফায়েল মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের আবেদনের ভিত্তিতে দেশের শীর্ষ আদালতে এই সিদ্ধান্ত নিয়েছে। প্রাক্তন কেন্দ্রীও মন্ত্রী যশবন্ত সিনহা, অরুন শৌরি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ এবং আম আদমি পার্টির সংসদ সঞ্জয় সিং সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল এই মামলা পুনর্বিবেচনার জন্য। গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। সেইসঙ্গে কেন্দ্রের পক্ষ থেকেও দেশের শীর্ষ আদালতকে জানান হয়েছিল রাফায়েল নিয়ে ত্যাগ রিপোর্ট সংসদে পেশ করা হয়েছে। যদিও দেখা যায় এই রিপোর্ট পেশ করা হয়নি। পরবর্তী সময়ে কেন্দ্র দেশের শীর্ষ আদালতকে জানায় তথ্যাগত কিছু ভুল থেকে গিয়েছে ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে সেকারণে দেশের শীর্ষ আদালত রায় দেওয়ার সময় যে ক্যাগ রিপোর্ট সংসদে পেশ করা হয়েছে বলে জানিয়েছে তা সঠিক নয় কারণ কেন্দ্রের পক্ষ থেকেই অনিচ্ছাকৃত ভুল থেকে গিয়েছে। দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, রাফায়েল কেনা নিয়ে কোনও দুর্নীতি হয়নি। তবে, দেশের শীর্ষ আদালত রাফায়েলের কেনা দাম নিয়ে তুলনামূলক পার্থক্য দেখতে রাজি হয়নি। যদিও কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অনিল অম্বানির বিরুদ্ধে সুর চড়িয়ে যাচ্ছেন। একদিকে কেন্দ্র যখন তথ্যগত ক্রুটি নিজেদের শুধরে নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে সেইসময় অন্য আবেদনকারীরাও দেশের শীর্ষ আদালতের দরাস্থ হয় রাফায়েলের রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে। শেষ পর্যন্ত আবেদনকারীদের আবেদনে সাড়া দিয়ে আগামী বুধবার রাফায়েল মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে।