শুনানি শেষ হলেও রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে

Written by SNS May 9, 2024 4:37 pm

দিল্লি, ৯ মে– রাজ্যে সিবিআই অবাধ তদন্ত রুখতে শীর্ষ আদালতের শরনাপন্ন হয়েছিল রাজ্য সরকার৷ সেই মামলায় শুনানি বুধবার শেষ হলেও রায়দান করল না সুপ্রিম কোর্ট৷ রাজ্য বনাম সিবিআই বা পরোক্ষভাবে বলা যায় কেন্দ্রের এই মামলার রায়দান এখন কার পক্ষে যায় এটাই দেখার বিষয়৷
উল্লেখ্য, সিবিআইকে অবাধ তদন্ত করতে দেওয়ার অনুমতি অনেক আগেই প্রত্যাহার করে নিয়েছিল সরকার৷ তবে বাংলায় পরপর মামলায় অনুমতি ছাড়াই তদন্ত করে চলেছে সিবিআই৷ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য৷ ২০১৮ সালের নভেম্বরে সিবিআইয়ের অবাধে তদন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারে অনুমতি প্রত্যাহার করেছিল রাজ্য সরকার৷ তারপর কেটে গেছিল ২ বছরের বেশি৷ কিন্ত্ত এফআইআর করে সিবিআই তদন্ত থামেনি৷ একের পর এক মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ সেই প্রেক্ষিতেই ২০২১ সালে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য৷ গত তিন বছর ধরে সেই মামলার কোনও সুরাহা মেলেনি৷
বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ অবশেষে বুধবার এই মামলার শুনানি শেষ করে৷ রাজ্যের পক্ষে এই মামলায় সওয়াল করছিলেন আইনজীবী কপিল সিব্বল৷ অন্যদিকে কেন্দ্রের তরফে ছিলেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ সিব্বল বলেন, রাজ্যের হাতে পুলিশ যেমন থাকে, কেন্দ্রের কাছে থাকে একাধিক গোয়েন্দা সংস্থা৷ রাজ্যের অনুমতি না থাকলে কেন্দ্রও গোয়েন্দা সংস্থাকে নির্দিষ্ট রাজ্যে প্রবেশের অনুমতি দিতে পারে না৷
কেন্দ্রের সলিসিটর জেনারেল অবশ্য পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, সিবিআই একটি স্বাধীন সংস্থা৷ কেন্দ্র তাদের নিয়ন্ত্রণও করে না, আর কেন্দ্র কোনও এফআইআর দায়েরও করে না৷ তিনি অবশ্য এও বলেছেন, আসলে মামলাটি নাকি কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে৷ দু’পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট৷